Bangladesh

সুনামগঞ্জে হিন্দুদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক

বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, মন্দির ভাঙচুর ও ক্ষতি করার ঘটনায় গ্রেপ্তার ৪ জন। শনিবার সরকারি তরফে জানানো হয়েছে হিংসার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পুলিশ তদন্ত করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে এদিন ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা করে। এই ঘটনায় জরিত আলীম হোসেন,(১৯), সুলতান আহম্মেদ রাজু(২০), ইমরান হোসেন(৩১) ও শাজাহান হোসেন(২০)কে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে ধৃত ৪ জনকে আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হাজতের নির্দেশ দেয়। 
বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ ডিসেম্বর একটি ফেসবুকের কমেন্টকে কে কেন্দ্র করে মধ্যরাত পর্যন্ত উত্তেজনা ছড়ায়। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মোঙলারগাঁও গ্রামে জনতা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও স্থানীয় মন্দির ভাঙচুর ও করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত করে চার জনকে গ্রেপ্তার করে।
 

Comments :0

Login to leave a comment