রাজ্যে ফের ৮ লক্ষের বেশি সদস্য সংগ্রহ করল এসএফআই। ছাত্রছাত্রীদের শিক্ষাগত দাবি নিয়ে আন্দোলনের পাশাপাশি ক্যাম্পাসে গণতন্ত্রের দাবিতে টানা আন্দোলনে সাড়া দিয়েছেন ছাত্রছাত্রীরা।
এসএফআই জানিয়েছে যে উত্তরবঙ্গের চা বাগানে সদস্য সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। সদস্য বেড়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতেও। জঙ্গলমহলে আরও বেশি ছাত্রছাত্রীকে জুড়ে নিতে পেরেছে এসএফআই। বেড়েছে সদস্যসংখ্যা।
মঙ্গলবার কলকাতায় দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করেছেন এসএফআই’র রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এবং সভাপতি প্রণয় কার্য্যী। তাঁরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএফআই'র মোট সদস্যের সংখ্যা ৮ লক্ষ ৩১ হাজার ২৮১।
উল্লেখ্য, গত বছরও এসএফআই ৮ লক্ষের বেশি সদস্য সংগ্রহ করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন এসএফআই রাজ্য নেতৃবৃন্দও। তাঁরা জানিয়েছেন, যেখানে যত বেশি হামলা-আক্রমণ হয়েছে সেখানেই তত বেশি হয়েছে সদস্যসংখ্যা। উত্তরবঙ্গের চা বাগান গুলিতে ‘ফ্রি স্কুল’ নেই। সেখানে ফ্রি স্কুলের দাবিতে আন্দোলন হয়েছে। ৪০ শতাংশ বেড়েছে। বারবার তৃণমূল হামলা চালিয়েছে দিনহাটায়। তবু সেখানে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সদস্যপদ।
জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় বেড়েছে সংগঠনের সদস্য সংখ্যা। বাঁকুড়ায় বেড়েছে ৩৫ শতাংশ, ঝাড়্গ্রামে বেড়েছে ১৮ শতাংশ। বেলপাহাড়ি, কেশপুর, গড়বেতা, নন্দীগ্রাম, ঘাটালেও বেড়েছে সদস্য।
এসএফআই জানাচ্ছে, সদস্য বেড়েছে ব্রাত্য বসুর বিধানসভা এলাকাতেও। সন্দেশখালিতে ১ হাজারের বেশি সদস্য বেড়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় এই শিক্ষাবর্ষে সদস্য বেড়েছে ১০ হাজারের বেশি। গত শিক্ষাবর্ষে এই জেলায় সদস্য সংখ্যা ছিল ১ লক্ষ ৫০ হাজার। তা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬০ হাজার।
‘অভয়া’ আন্দোলনের পর্বে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে সদস্য বেড়েছে এসএফআই'র। নতুন মেডিক্যাল কলেজে বেড়েছে সদস্য।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেড়েছে সদস্যসংখ্যা। যাদবপুর, প্রেসিডন্সি, কলকাতা বিদ্যাসাগর, উত্তরবঙ্গ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বেড়েছে সদস্যসংখ্যা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে মোট সদস্য ৩৪০০ থেকে বেড়ে হয়েছে প্রায় ৩৬০০। প্রেসিডেন্সিতে ১০০০ থেকে বেড়ে হয়েছে প্রায় ১২০০। যাদবপুরে ১৮০০ থেকে বেড়ে হয়েছে প্রায় ১৯৫০।
এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন শুভজিৎ সরকার, আকাশ কর, শানু চ্যাটার্জি, বর্ণনা মুখার্জিও।
SFI
চা বাগান থেকে সন্দেশখালি, সদস্য বাড়ল এসএফআই’র, শক্তি বাড়ল মেডিক্যাল থেকে বিশ্ববিদ্যালয়ে

×
Comments :0