অর্পণ সেনগুপ্ত
যুবভারতীতে ৪০০ তম ডার্বি জিতল মোহনবাগান। গোল করলেন জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেট্রাটস। ১৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। তাই পুজোর পর এই ডার্বি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। ডার্বি ম্যাচ নিরাশ করলনা এক পক্ষের সমর্থকদের।
ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হলেও গ্যালারিতে সবুজ মেরুন সমর্থকরাই ছিলেন বেশি। দুই দিকের গ্যালারিতেই দেখা যায় চটকদারি টিফো । ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল মোহনবাগানের কাছেই। শ্লথ গতিতে আক্রমণ করছিল মলিনা ব্রিগেড। । ১৭ মিনিটে একটি সহজ সুযোগ মিস করেন জেমি । বক্সের মধ্যে হ্যান্ডশেক দূরত্বে বল লাল হলুদ গোলরক্ষক গিলের গায়ে মেরে বসেন। প্রথমার্ধে গিল দারুণ কয়েকটি সেভ দেন গিল। মনবীরের হেডটি দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন তিনি। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন প্রভসুখন সিং গিল। এই ম্যাচে আনোয়ার বল ধরলেই মোহনবাগান গ্যালারি থেকে আওয়াজ আসছিল। কিছুটা চাপেই ছিলেন তিনি। এই চাপ থেকেই ম্যাচের ৪০ মিনিটে একটি মিস পাস করায় বল পান মনবীর। চকিতে একটি গড়ানে বল রাখেন জেমির উদ্দেশ্যে। বিশ্বকাপার অষ্ট্রেলিয়ান গোট গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। প্রথমার্ধে খেলার ফল ছিল ১ - ০ ।
দ্বিতীয়ার্ধে দিয়ামেন্টাকোসকে নামান অস্কার। বিষ্ণু নামার পর কিছুটা আক্রমণে ফেরে লাল হলুদ। তালাল বেশ কিছু ভালো থ্রু পাস বাড়ান। কিন্তু ইস্টবেঙ্গল ভুগল মূলত স্ট্রাইকারের অভাবেই। জেমির বদলে মলিনা নামান পেট্রোটসকে । আজকের ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করায় ফের একবার ম্যাচের সেরা হলেন গ্রেগ স্টুয়ার্ট। দ্বিতীয় গোলটি এল তার পাস থেকেই খেলা শেষের ৮৭ মিনিটে দিমির উদ্দেশ্যে বল বাড়ালে গোলরক্ষক গিল তাকে বক্সে ফাউল করে বসেন । ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাল হলুদ কফিনে শেষ পেরেক পুঁতে দেন সেই দিমি পেট্রোটস । প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করলেন অস্কার ব্রুজোন। আজ ভোরে কলকাতা পৌঁছেই লাল হলুদ ডাগআউটে আসেন তিনি। ইস্টবেঙ্গলের অবস্থা ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে । ৫ ম্যাচে তাদের পয়েন্টের ঘড়া শূন্য। অন্যদিকে ডার্বি জিতে আইএসএলে রেকর্ড অক্ষুন্ন রাখল মোহনবাগান । ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল মলিনা ব্রিগেড।
Comments :0