Hockey sub junior

সাব জুনিয়র হকিতে জয় মধ্যপ্রদেশ , ঝাড়খণ্ডের

খেলা

হকি ইন্ডিয়া সাব জুনিয়র ন্যাশনাল টুর্নামেন্টে জয় পেলো মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও ওড়িশা। ১৪ তম সাব জুনিয়র ন্যাশনাল টুর্নামেন্ট শুরু হয়েছে মঙ্গলবার ৩ ডিসেম্বরে।  প্রথম ম্যাচে উত্তর প্রদেশকে হারিয়েছে মিজোরাম ১ -০ গোলে । মহারাষ্ট্রকে হারিয়েছে ঝাড়খণ্ড ১২ -০ গোলে। গতবারের চ্যাম্পিয়ন হরিয়ানাকে স্তম্ভিত করে দিয়েছে মধ্য প্রদেশ । ৩ -২ গোলে চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে মধ্য প্রদেশ। দিল্লির বিরুদ্ধে ৩ -০ গোলে জয় পেয়েছে ওড়িশা।

Comments :0

Login to leave a comment