কাফা নেশন্স কাপে ইরানের বিরুদ্ধে ৩-০ গোলে হেরে গেল ভারত। তাজিকিস্তানের হিসোর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছিল। তবে এই ম্যাচে কাজে এলনা খালিদ জামিলের কোনো পরিকল্পনাই। প্রথমার্ধে নিজেদের রক্ষণের অভিজ্ঞতার দ্বারা ইরানকে গোলশূন্যের নাগপাশে বাঁধতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধে ভেঙে যায় ভারতের রক্ষণ। ৫৯ মিনিটে প্রথম গোল করেন আমিরহোসেন, ৮৯ মিনিটে আলিপোর এবং ৯০+৬ মিনিটে গোল করেন মেহেদি তারেমি। এই জয়ের ফলে গ্রুপে ২ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল ইরান।
CAFA NATIONS CUP 2025
ইরানের কাছে বড় ব্যবধানে হার ভারতের

×
Comments :0