লেবাননের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে বোমা ফেলল ইজরায়েল। বেইরুটে ইজরায়েলের বোমায় নিহত অন্তত ১৩। তার মধ্যে রয়েছে এক শিশুও।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হামলায় অন্তত ৫৭ জন আহত। তার মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। রফিক হারিরি হাসপাতালের কাছে তিনটি আবাসিক বাড়িতে ফেলা হয়েছে বোমা।
প্যালেস্তাইনের গাজায় একই কায়দায় লেবাননে স্বাস্থ্য পরিকাঠামোয় আঘাত করছে ইজরায়েল। প্যালেস্তাইনে হাসপাতালে বোমা ফেলার পিছনে ‘হামাস’-র গোপন ঘাঁটির অজুহাত দিয়েছিল ইজরায়েল। লেবাননের বেইরুটে বোমা ফেলে ঠিকই একই যুক্তি দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। ইজরায়েলের সেনা বলেছে ওই হাসপাতাল এবং আশেপাশের এলাকায় সশস্ত্র বাহিনী হেজবোল্লা ঘাঁটি করে ছিল। হেজবোল্লা যদিও এই অভিযোগ খারিজ করেছে।
লেবানন বলেছে ইজরায়েলের সেনা আক্রমণ চালাচ্ছে নিরস্ত্র নাগরিকদের ওপর। আবাসিক এলাকায় বোমা ফেলছে। বেইরুটের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দিচ্ছে।
বেইরুটের এই হাসপাতাল ইজরায়েলের হামলায় একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও দেহের খোঁজ চালাচ্ছেন।
দক্ষিণ বেইরুটের বিভিন্ন এলাকায় ইজরায়েলের সেনা বাসিন্দাদের হুমকি দিচ্ছে। একাধিকল ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রাণভয়ে বাসিন্দাদের আবাস ছেড়ে সরে যেতে দেখা যাচ্ছে। বেইরুটের সাতটি এলাকাকে আক্রমণের লক্ষ্য বলে ঘোষণা করেছে ইজরায়েলের সেনা। তার মধ্যে একটি এলাকা বেইরুট বিমানবন্দর থেকে মাত্র ৪০০ মিটার দূরে।
LEBANON HOSPITAL BOMBING
লেবাননের হাসপাতালে ইজরায়েলের বোমা, শিশুসহ নিহত ১৩
×
Comments :0