সংঘর্ষ বিরতির মাঝেই ফের গাজায় হত্যা চালালো ইজরায়েল। চব্বিশ ঘণ্টায় ৫০ জনের দেহ উদ্ধার হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের প্রতিবেদক গাজায় এই হত্যার নিন্দা করেছেন।
১০ অক্টোবর থেকে গাজা ও ইজরায়েলের মধ্য সংঘর্ষ বিরতি কার্যকর হয়। তবে, মঙ্গলবার ভোর থেকেই ফের গাজা ভূখণ্ডের উপর হামলা চালাতে থাকে ইজরায়েলের সেনা। ভোর থেকে রাত পর্যন্ত ৯ গাজাবাসী নিহত হয়েছেন। তার মধ্যে গাজা সিটিতেই নিহতের সংখ্যা ৬।
গাজার স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় প্রায় ৪৪ জনের দেহ হাসপাতালে আনা হয়েছে। ২৯ জন গুরুতর আহত। ৩৮ জনের দেহ উদ্ধার হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে। ইজরায়েলের গোলায় বিধ্বস্ত বাড়িত নিচে আটকে রয়েছে আরও অনেকে। তাঁদের কাছে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব।
প্যালেস্তাইনে উদ্বাস্তু বিষয়ক রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সংস্থা ইউএনআরডব্লিউএ’র তরফে জানানো হয়েছে যে ইজরায়েল গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে।
গাজায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ৯১৩।
Palestine
সংঘর্ষ বিরতির মাঝেই গাজায় আবারও হত্যা ইজরায়েলের

×
Comments :0