Jadavpur University

যাদবপুরের আইসিসি নির্বাচনে জয়ী জুরসা

রাজ্য

যাদবপুরের আইসিসি নির্বাচনে জয়ী জুরসার রচয়িতা রায়। দীর্ঘদিন অভ্যন্তরিন অভিযোগ কমিটিতে একজন গবেষক প্রতিনিধির দাবিতে লড়াই করে এসেছে জুরসার। সেই দাবিকে মান্যতা দিয়ে গতকাল নির্বাচন হয় যাদপুরে। ফল প্রকাশের পর দেখা গিয়েছে জয়ী হয়েছে জুরসার রচয়িতা রায়। তিনি পেয়েছেন ৪৫৩টি ভোট। 
ডিআরএসও, তৃণমূলের প্রতিনিধিদের থেকে সব থেকে বেশি ভোট পেয়েছেন জুরসার প্রার্থী। যাদবপুরের বামপন্থী মনোভাবাপন্ন গবেষকদের সংগঠন জুরসা।
ফলপ্রকাশের পর জুরসার পক্ষ থেকে বিবৃতিতে গবেষক প্রতিনিধি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের অভিনন্দন জানানো হয়েছে। বলা হয়েছে,  প্রথমত সকল গবেষককে অভিনন্দন যারা গতকাল নির্বাচনে অংশ নিয়েছেন। অথবা নানা কারণে করতে পারেননি। সবচেয়ে বড় কথা হলো আইসিসিতে একজন গবেষক প্রতিনিধি থাকবে আজ থেকে। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দীর্ঘ দিনের লড়াই আজ সফল হলো। জুরসা প্রায় গত ৩ বছর ধরে  আইসিসিতে একজন গবেষক প্রতিনিধির দাবি ও লড়াই করে এসেছে। শুধু আইসিসিই নয়, বিশ্ববিদ্যালয়ের অন্য নানা বোর্ড বা কমিটিগুলিতেও যাতে গবেষকদের হয়ে কথা বলার প্রতিনিধি থাকে সে দাবিও ধারাবাহিক ভাবে করে এসেছে জুরসা। 
জুরসার পক্ষ থেকে বলা হয়েছে, গতকালের সুষ্ঠু নির্বাচন গবেষকদের অধিকার আদায়ের পথকে আর একটু প্রশস্ত করলো। গবেষকদের জন্য, গবেষণার সুবিধার্থে একাধিক দাবি-দাওয়া বাকি রয়েছে এখনও। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে নিয়ে সেসব দাবি আদায়ের লড়াইতে একইভাবে থাকবে জুরসা। নির্বাচিত প্রতিনিধি রচয়িতা রায় সহ  বিশ্ববিদ্যালয়ের সমস্ত গবেষকদের বিজয়ের অভিনন্দন।

Comments :0

Login to leave a comment