Bangla Bachao Jamir Molla

ওবিসি সংরক্ষণে সমস্যা রাজ্যের জন্য, ক্ষোভ জামির মোল্লার

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

হরিশ্চন্দ্রপুরে বলছেন জামির মোল্লা। মঞ্চে নেতৃবৃন্দ।

শ্রমিকদের মজুরি বাড়েনি, বিড়ি শ্রমিকরা পাচ্ছেন না ন্যায্য প্রতিদান। সমাজের সব অংশের মেহনতিই রয়েছেন সঙ্কটে। কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সঙ্কট বাড়িয়ে চলেছে। এই অবস্থা বদলানোর লড়াইয়ে নেমে ‘বাংলা বাঁচাও যাত্রা’ চালাচ্ছে সিপিআই(এম)।
বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুরে জনসভায় একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য জামির মোল্লা। 
জামির বলেন, প্রতিটি নির্বাচনে দু’দলই প্রতিশ্রুতি দেয় কিন্তু পালন করে না। তিনি বলেন, হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে দু’দল। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। পশ্চিমবঙ্গ এমন ছিল না।
জামির বলেন, মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরাজ্যে ভোট দিতে পারেন না বহু মানুষ। এই গণতন্ত্রকে রক্ষা করার লড়াই করছি আমরা। সে কারণে বাংলাকে বাঁচানোর স্লোগান দিচ্ছি আমরা। 
জামির ক্ষোভ জানান ওবিসি বা অন্য অনগ্রসর অংশ সংক্রান্ত জটিলতা নিয়েও। কেন্দ্রের তৈরি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলিম আর্থিক ও সামাজিক বিচারে পিছিয়ে পড়া অংশকে ওবিসি’র আওতায় এনেছিল পূর্বতন বামফ্রন্ট সরকার। ‘এ’ ক্যাটেগরির জন্য ১০ শতাংশ এবং ‘বি’ ক্যাটেগরির জন্য ৭ শতাংশ বরাদ্দ ছিল। 
সেই প্রসঙ্গ তুলে জামির বলেন, মমতা ব্যানার্জির সরকার পুরো বিষয়টি ঘেঁটে দিয়েছে। ভোটের জন্য নির্বিচারে বিভিন্ন গোষ্ঠীকে এনেছে। ফলে আদালতে মামলা হয়েছে। ওবিসি-রা সুযোগ থেকে বঞ্চিত, সংখ্যালঘুরা এই সুযোগ হারাচ্ছেন। সংখ্যালঘুদের ‘এ’ ক্যাটেগরি থেকে ‘বি’ ক্যাটেগরিতে পাঠিয়ে দেওয়াতেও সমস্যা হচ্ছে।

Comments :0

Login to leave a comment