দুপুর ১টা অবধি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ৫৬.৯৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে সিপিআই(এম)'র হয়ে লড়াই করছেন সোনামণি মুর্মু টুডু। বিজেপির হয়ে লড়াইয়ে রয়েছেন প্রণত টুডু। তৃণমূল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে।
সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলা সম্পাদক প্রদীপ সরকার জানিয়েছেন, গত নির্বাচনগুলির তুলনায় এবার বেশি সংখ্যক বুথে এজেন্ট বসানো গিয়েছে। কোনও বুথেই সিপিআই(এম)'র এজেন্টদের তুলে দিতে পারেনি তৃণমূল। মানুষ নিজের ভোট নিজে দিচ্ছেন।
জেলা প্রশাসন সূত্রে খবর, ভোট প্রক্রিয়া মোটের উপর স্বাভাবিক থাকলেও একাধিক বুথ থেকে ইভিএম বিকল হওয়ার ঘটনা সামনে এসেছে। নয়াগ্রাম বিধানসভার ১৩ নম্বর, ঝাড়গ্রাম বিধানসভার ১৬৩, ২১৮, ২২২ নম্বর বুথ সহ একাধিক বুথে ইভিএমে গোলযোগের খবর মিলেছে। ২১৮ নম্বর বুথে পরপর দুটি ইভিএম খারাপ হয়ে যায়। এরফলে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত থাকে।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0