Jhulan Goswami

কোচ ঝুলন মুম্বাইতে

খেলা

Jhulan Goswami

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী। মেয়েদের আইপিএলে এবার কোচ হিসাবে দেখা যাবে চাকদা এক্সপ্রেসকে। মুম্বইয়ের বোলিং কোচ হচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড কিনেছে মুম্বইয়ের দলটি। সেই দলেই বোলিং কোচ হিসাবে দেখা যাবে ঝুলনকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৫টি উইকেটের মালিক ঝুলন। মেয়েদের ক্রিকেটে তিনিই সব থেকে বেশি উইকেটের মালিক। তাই আগেই ঝুলনকে দিল্লির কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে মুম্বই যাচ্ছেন ঝুলন। সৌরভ জানিয়েছেন, “ঝুলন মুম্বই যাচ্ছে। আমরাও ওকে চেয়েছিলাম। কিন্তু ও মুম্বাইকে বেছে নিয়েছে।”

মেয়েদের আইপিএলের নিলাম হতে পারে ১১ বা ১৩ ফেব্রুয়ারি। নয়াদিল্লি অথবা মুম্বইয়ে সেই নিলামের আয়োজন করা হতে পারে। মেয়েদের আইপিএল শুরু হতে পারে ৪ মার্চ থেকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। মোট পাঁচটি দল খেলবে এ বারের প্রতিযোগিতায়। কলকাতার কোনও দল না থাকলেও রয়েছে মুম্বাই, লখনউ, বেঙ্গালুরু, দিল্লি এবং আমেদাবাদ।

Comments :0

Login to leave a comment