JUNIOR DOCTORS JAYNAGAR

জয়নগরে ধর্ষণ-হত্যার নিন্দা, অনশনে জুনিয়র ডাক্তাররা

রাজ্য

শনিবার সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তাররা।

দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে ১০ বছরের স্কুলছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। সেই ঘটনারও ন্যায় বিচার চাইলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা সাংবাদিক সম্মেলন থেকে বলেন, " জয়নগরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ‘অভয়া’-র ঘটনার সাথেই আমরা জয়নগরের ঘটনার ন্যায় বিচার চাইছি। জুনিয়র ডাক্তারদের তরফে সরকারকে বেঁধে দেওয়া সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। ধর্মতলায় তাঁরা আজ রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশনে বসেছেন। তাঁরা জানিয়েছেন কেউ অসুস্থ হয়ে পড়লে সরকার দায়ী থাকবে। তাঁরা মূলত ১০ দফা দাবি নিয়ে অবস্থানে বসেছেন।

ঘন্টার কাঁটা ক্রমশ এগিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত  সময় গুনেছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা কেটে গিয়েছে। দাবি মানা তো দূরের কথা, পুলিশের উচ্চপর্যায়ের এক আধিকারিককে একবার পাঠানো আর পুলিশের পক্ষ থেকে মেইল করা ছাড়া আর কোনো উদ্যোগ বা সৌজন্য দেখায়নি রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের ঘোষণা ছিল, অভয়া’ ন্যায় বিচার সহ যদি তাঁদের দাবিগুলি না মানা হয় তাহলে ডোরিনা ক্রসিং-এর অবস্থান মঞ্চেই আমরণ অনশনে বসবেন তাঁরা। শেষ পর্যন্ত সেই অনশনের সিদ্ধান্তই বহাল। 

Comments :0

Login to leave a comment