Jalpaiguri Justice

মহিলা চা-শ্রমিকরা মিছিলে, মণ্ডপ নিষ্প্রদীপ

জেলা

সংঘমিত্রা ক্লাবে আলো নিভিয়ে মোমবাতি হাতে মহিলারা।

মিছিল করেছেন মহিলা চা-শ্রমিকরা। আর জি করের পাশাপাশি জয়নগরে স্কুল ছাত্রীর ধর্ষণ-হত্যার প্রতিবাদ জানিয়েছেন। আবার পুজো মণ্ডপে আলো নিভিয়ে বিচার চাইলেন নাগরিকরা। 
প্রতিবাদের উৎসব দেখছে জলপাইগুড়িও। 
দশ মিনিট পর্যন্ত সংঘমিত্রা ক্লাব বিবেকানন্দ পাড়ার পুজো মণ্ডপে সমস্ত আলো নিভিয়ে ধর্ষণ-হত্যায় বিচারের দাবি জানানো হলো। 
মোমবাতি হাতে মানববন্ধন হলো। সপ্তমীর সন্ধ্যায় এই প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন 
জলপাইগুড়ি নাগরিক সংসদের আহ্বায়ক ডাক্তার পান্থ দাসগুপ্ত  ছিলেন দর্শনার্থীরা। প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের কর্মকতা অম্লান মুন্সি। 
করলা ভ্যালি চা বাগানের মহিলা শ্রমিকরা ষষ্ঠীর দিন হেঁটেছেন মিছিলে। সিপিআই(এম) পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডা বলছেন, বিচারের দাবি দমিয়ে রাখা যাবে না।

Comments :0

Login to leave a comment