KKR SHREYASH IYER

অধিনায়ককে শ্রেয়সকে রাখল না কেকেআর

খেলা

 আইপিএলের খেলোয়াড় রিটেনশনের (খেলোয়াড় ধরে রাখা) দিনে চমক বৃহস্পতিবার। ২০২৪’র চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এই রিটেনশন লিস্টে রাখেনি। ২০২১-এ তাঁকে নিয়েছিল কলকাতা। 
প্রায় দশ বছর পরে আইপিএল জিতেছে কেকেআর এই শ্রেয়সেরই নেতৃত্বে। তাও তাঁকে রাখা হলো না মূলত তাঁরই অনিচ্ছার কারণে। শ্রেয়স যে পারিশ্রমিক চেয়েছিলেন তা দিতে অরাজি কেকেআর ম্যানেজমেন্ট। 
নাইটরা দলে রাখলেন বরুণ, হরষিত, নারিন, রাসেল, রিঙ্কু  ও রমনদীপদের। এঁদের মধ্যে সব থেকে বেশি পেয়েছেন রিঙ্কু সিং, ১৩ কোটি টাকা। বরুণ, সুনীল ও রাসেল পেয়েছেন ১২ কোটি টাকা করে  হরষিত ও রমনদীপ পেয়েছেন ৪ কোটি করে। এঁদেরকে ধরে রাখতে গিয়ে কেকেআরের খরচ হয়েছে ৫৭ কোটি টাকা। 
শ্রেয়স চলে যাওয়ার কলকাতার নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। নারিনকে নিয়ে প্রথমে চিন্তাভাবনা করলেও তা হয়তো ফলপ্রসূ হবে না। শাহরুখ খানের আরও একটি দল লস এঞ্জেলেস নাইট রাইডার্স দলের অধিনায়ক সুনীল নারিন। তাঁর বয়স ৩৬ হওয়ায় এই দায়িত্ব পেতে পারেন তরুণ কেউ।

Comments :0

Login to leave a comment