‘কেরালা’ পরিবর্তন করে ‘কেরালাম’। এই মর্মে কেরালা বিধানসভায় ফের পাশ হলো প্রস্তাব। গত বছরের আগস্টে কেরালা বিধানসভায় একই প্রস্তাব পাশ হয়। তবে তাতে কিছু ত্রুটি থাকায় ফের পেশ হয় প্রস্তাবটি।
সোমবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পেশ করেন প্রস্তাবটি। সংবিধানে ‘কেরালাম’ অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে পাশ হয় প্রস্তাব।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘‘১৯৫৬’র ১ নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয়। মালয়ালী ভাষাভাষীদের জন্য রাজ্যের চাহিদা স্বাধীনতা লড়াইয়ের ফসল। কিন্তু সংবিধানের প্রথম তপশিলে আমাদের রাজ্যের নাম লেখা হয় কেরালা। এখানে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’’
এদিন সর্বসম্মতিতে এই প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়।
KERALAM
‘কেরালা’ বদলে ‘কেরালাম’, প্রস্তাব পাশ বিধানসভায়
×
Comments :0