আইপিএল ক্রিকেটের জুয়ায় মোটা অঙ্কের টাকা খুইয়েছিল দুষ্কৃতীরা। চাল ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকা তুলতে চেয়েছিল। তার জেরেই গুলি চালায় খড়দহ থানার বিবেকনগরে ওই ব্যবসায়ীর দোকানে।
গত ৭ এপ্রিল খড়দহের এই গুলিকাণ্ডে এমনই ব্যাখ্যা দিল পুলিশ। বারাকপুর পুলিশ কমিশনারেট জানাচ্ছে, ক্রিকেট জুয়ায় হেরে দুষ্কৃতীরা চাল ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছিল। তিন দিন সময় দেওয়া হয়েছিল ওই ব্যবসায়ীকে। টাকা না পেয়ে দোকানে চড়াও হয় দুষ্কৃতীরা। গুলি চালায় দোকানের হোর্ডিংয়ে।
বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল কুলদীপ সুরেশ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, টিটাগরের ওয়াসিম আক্রম এই তোলাবাজির পরিকল্পনা করেছিল। ২০ লক্ষ টাকা জুয়ায় খুইয়ে এই মতলব করে আক্রম ও তার সঙ্গীরা।
রাজ্যের বিভিন্ন এলাকাতেই বারবার গুলি চালাতে দেখা যাচ্ছে দুষ্কৃতীদের। ব্যবসায়ীদের ওপর হামলা হচ্ছে যখন তখন। এত অস্ত্র জোগার হচ্ছে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা।
KHARDAHA FIRING IPL BETTING
আইপিএল জুয়ায় হেরে গুলি খড়দহের দোকানে, বলছে পুলিশ
×
Comments :0