নির্বাচনে বিজেপি’র আসন কমে যাওয়ার সুফল মিলছে। নরেন্দ্র মোদীকেই সামনে রেখে লোকসভা ভোট লড়েছিল বিজেপি। মোদীর নেতৃত্বে বিজেপি’র একক গরিষ্ঠতা না থাকায় ফেরাতে হচ্ছে জনবিরোধী বিল। জনবিরোধী নীতিও বাতিল করতে হচ্ছে।
কেন্দ্রের নতুন পেনশন প্রকল্প ঘোষণার পরই এই মর্মে সরব হয়েছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘‘৪ জুনের পর প্রধানমন্ত্রীর ক্ষমতা ঔদ্ধত্য কেড়ে জনতার হাতে ফিরছে ক্ষমতা।’’
৪ জুনই বেরিয়েছিল ২০২৪’র লোকসভা ভোটের ফল। বিজেপি গত দু’বারের মতো একার জোরে সরকার গড়ে ফেলার মতো অবস্থায় নেই এবার। ফলে জোট শরিক জনতা দল (ইউ) বা টিডিপি’র মতো দলগুলির ওপর নির্ভর করতে হচ্ছে।
শনিবার নতুন পেনশন প্রকল্প বা ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ বা ইউপিএস চালু হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের অবসরের সময়ে বেতনের অর্ধেক টাকা পেনশনের ব্যবস্থায় ফিরছে কেন্দ্র। কেন্দ্র এর আগে নতুন পেনশন প্রকল্প ঘোষণা করেছিল। কেন্দ্রে তখন অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ-১ সরকার। এই প্রকল্পে কেন্দ্রের কর্মচারীদের পেনশনের অর্থ জমা হয় তহবিলে। সেই টাকা খাটানো হয় শেয়ার বাজারে। তহবিলের অর্থমূল্য যা দাঁড়াবে তার ওপর নির্ভর করতে হয় কর্মচারীদের।
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার টানা থাকায় এই প্রকল্প বাস্তবায়িত হতে পারেনি। কিন্তু বহু রাজ্যে চালু হয় এই প্রকল্প। এবারের নির্বাচনের বেশ কয়েকমাস আগে থেকেই সারা দেশে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীরা এই প্রকল্পের বিরুদ্ধে বড় আন্দোলনে শামিল হন। দিল্লির রামলীলা ময়দানে বিরাট সমাবেশও হয়। ফলে কেন্দ্রকে নয়া উদারবাদের দেখানো পথে চালু শেয়ার বাজার নির্ভর পেনশন প্রকল্প বাতিলের ঘোষণা করতে হয়েছে।
বৈষ্ণব বলেছেন যে কমপক্ষে ২৫ বছরের কর্মজীবন হলে শেষ বারো মাসের বেতনের অর্ধেক পেনশন মিলবে। অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হলে পরিবার পাবে শেষ বেতনের ৬০ শতাংশ পেনশন। তবে পেনশনের জন্য বেতনের ১০ শতাংশ এবং মহার্ঘভাতা কাটা হবে কর্মজীবনে।
খাড়গে বলেছেন, ‘‘ইউপিএস’র আসল অর্থ হলো ‘ইউ টার্ন’। নরেন্দ্র মোদী সরকার প্রায়ই সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। ওয়াকফ বিল সরাসরি পাশ না করিয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো, ব্রডকাস্ট বিল প্রত্যাহার করা, সমান্তরাল নিয়োগ বা ‘ল্যাটরাল এন্ট্রি’-তে সরকারি উঁচুপদে সরাসরি নিয়োগের নির্দেশও বাতিল করতে হয়েছে কেন্দ্রকে।’’
UPS KHARGE
জনতার রায়েই বদল পেনশন প্রকল্পে, বললেন খাড়গে
×
Comments :0