বৃহস্পতির পর সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন সিবিআইয়ের আধিকারিকার। কথা বললেন, চিকিৎসকের বাবা-মা'র সঙ্গে। এদিন বেলা পৌনে ১২টা নাগাদ নিহত চিকিৎসকের বাড়িতে ডায়রি হাতে নিয়ে পৌঁছে যান সিবিআইয়ের দুই আধিকারিক। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী। বিকেল ৪ নাগাদ আরও ৩ সদস্যের একটি দল পৌছায়। হাতে ফাইল এবং বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে তাঁদের ঢুকতে দেখা যায়। প্রায় সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সিবিআই’য়ের পাঁচ সদস্যের দল বেরিয়ে যায়। তবে সিবিআই' আধিকারিকরা এদিন বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের কোন প্রশ্নের উত্তরই দেননি।
তবে সিবিআই’য়ের একাটি সূত্রে জানা গেছে এদিন ডায়েরির ছেঁড়া পাতা নিয়ে নিহত চিকিৎসকের বাবা-মা'র সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকার। চিকিৎসকের বইপত্র ঘেঁটে দেখেছিলেন তদন্তকারী অফিসাররা। এদিন ডায়েরির ছেঁড়া পাতার রহস্য মোচনে যখন নিহত চিকিৎসকের বাবা-মা'র সঙ্গে কথা বলছিলেন সিবিআই’য়ের আধিকারিকারা তখন সেখানে সিবিআইয়ের ফরেন্সিক টিমের সদস্যরা ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে পৌঁছে যান। যদিও তদন্তের পাঁচদিন কেটে গেছে একজনের পর আর গ্রেপ্তার হয়নি। বড় কোনও তথ্যপ্রমাণও সামনে নিয়ে আসতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিও সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিনি। কেন তাঁকে একাধিকবার তলব করা হচ্ছে, তা স্পষ্ট জানা যায়নি। প্রতিদিন জিজ্ঞাসাবাদ জারি রয়েছে সিবিআই’য়ের। জানা গেছে ঘটনার দিন আরজি কর হাসপাতালে তিনবার এসেছিল ধৃত সঞ্জয় রায়। তার সঙ্গে ছিল সৌরভ নামে আরও এক সিভিক ভলান্টিয়ার। তবে কেন এদিন সিবিআইয়ের দল নিহত চিকিৎসকের বিড়িতে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের সূত্রে জানা গেছে কলকাতার বিভিন্ন রাস্তায় বসানো সিসি টিভি ফুটেজ নিতে এদিন লালবাজারেও পৌছে যান সিবিআইয়ের একটি দল।
Kolkata Doctor Rape-Murder Case
ছেঁড়া পাতার রহস্য সন্ধানে সিবিআই! ফের তলব সন্দীপকে
×
Comments :0