Relief Krishak Sabha

হুগলীতে বন্যার্তদের ত্রাণ কৃষকসভার

জেলা

খানাকুলে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে কৃষক সভার কর্মীরা।

হুগলীতে বন্যার্তদের ত্রাণ দিল সারা ভারত কৃষক সভা সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠন।
খানাকুল-২ ব্লকের ধান্যঘোরী গ্রাম পঞ্চায়েত এলাকার কাকনান রাজা রামমোহন প্রাথমিক বিদ্যালয় সারা ভারত কৃষক সভা হুগলী জেলা কৃষক সমিতির পক্ষ থেকে বন্যা কবলিত সাধারণ মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ছিলেন সারা ভারত কৃষক সভার হুগলী জেলা কৃষক সমিতির সভাপতি ভক্তরাম পান সহ কৃষক নেতৃবৃন্দ।
চন্ডীতলা-১ এরিয়া কমিটির কৃষক, খেতমজুর সহ বামপন্থী গণসংগঠনগুলো ও "হকের লড়াই " সামাজিক সংগঠনের উদ্যোগে বন্যা দুর্গত তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতের মোহনবাটি গ্রামের কুল তেঘরী মোড়ে কাঁড়ারিয়া, নছিপুর গ্রামের মানুষদের হাতে চাল, মুড়ি ও শিশুদের নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন "হকের লড়াই " এর পক্ষ থেকে কৌশিক চৌধুরী সহ কর্মীবৃন্দ।

Comments :0

Login to leave a comment