Lawyer Kidnapped

রায়গঞ্জে আইনজীবীকে অপহরণের অভিযোগ

জেলা

রায়গঞ্জ আদালতের এক আইনজীবীকে অপহরণের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের উদয়পুর এলাকায়। আদালত থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আইনজীবী। এখনও মেলেনি তাঁর খোঁজ। সময় যত রাড়ছে ততই রহস্য ঘনিভুত হচ্ছে। নিখোঁজ আইনজীবীর নাম জুরিয়াস আয়ার। বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ জেলা আদালত থেকে হেমতাবাদে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আইনজীবি জুরিয়াস আয়ার। হটাৎ জেলা প্রশাসনিক দপ্তর থেকে ঢিল ছোড়া দুরত্বে উদয়পুর থেকে অপহরণ হন তিনি। দ্রুত খবর পৌচায় রায়গঞ্জ আদালত চত্বরে। দ্রুত অন্যান্য আইনজীবিরা উদয়পুর এলাকায় এসে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন। ঘটনা স্থলে পুলিশ পৌছায়। কি কারণে অপহরণ করা হল আইনজীবিকে সেই বিষয়ে কেউ কিছুই বলতে পারেননি। তবে আইনজীবীকে অপহরণ করা হয়েছে বলে জানান আদালতের আরেক আইনজীবী। 
বার কাউন্সিলের সহ সভাপতি শুভজিত মুখার্জি বলেন,‘‘ আমাদের সহকর্মী বাড়ি যাওয়ার সময় অপহরণ হয়েছে শুনেই সহকর্মীরা এলাকায় এসেছেন। কি কারণে তাঁকে অপহরণ করা হয়েছে বুঝতে পারছেন না। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অনান্য আইনজীবিরা। 
পথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আইনজীবীর খোঁজে শুরু হয় তল্লশি। আইনজীবীর অপহরণের প্রতিবাদে রায়গঞ্জ আদালতের আইনজীবীরা রাজ্য সড়ক অবরোধ তুলে নেন রায়গঞ্জ থানার আইসির আশ্বাস পেয়ে।
অপহরণের খবরে উদ্বিগ্ন আইনজীবীর পরিবার। কী কারণে অপহরণ করা হয়ে বুঝে উঠতে পারছেন না। নিখোঁজ আইনজীবীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জুরিয়াস আয়ারকে খোঁজার চেষ্টা করছেন পুলিশের আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment