JALPAIGURI AADHAR

আধারের কুপন পেতে বিশাল লাইন, নাকাল জনতা

জেলা

আধার কার্ডের কুপন সংগ্রহ করার ভিড় জলপাইগুড়িতে।

আধার কার্ডের জন্য কুপন দেওয়া হচ্ছে ডাকঘর থেকে। সামনের তিন মাসের জন্য দেওয়া হচ্ছে কুপন। তার জন্য ভোট থেকে দীর্ঘ লাইন দেখা গেল জলপাইগুড়ি ডাকঘরে। 

প্রতি তিন মাস অন্তর কুপন দেয় জলপাইগুড়ি ডাকঘর। বৃহস্পতিবার কুপন নিতে ভোরবেলা থেকে অসংখ্য মানুষের ভিড় দেখা গিয়েছিল। ডাকঘর থেকে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় পর্যন্ত লাইনে ছিলেন বহু মানুষ। কেউ কেউ আবার ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন কুপন সংগ্রহ করতে। 

ডাকঘর সূত্রে জানা গিয়েছে এবার প্রায় এক হাজার কুপন দেওয়া হবে। তাই প্রত্যেকেই কুপন পাবেন। তবে লাইনে থাকা অনেকেই তাঁদের দুর্ভোগ জানিয়েছেন।

ময়নাগুড়ি থেকে এসেছিলেন প্রমীলা রায়। তিনি জানালেন, ‘‘ভোর রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’’ জলপাইগুড়ির সদর ব্লকের প্রান্ত সীমায় কচুয়া বোয়ালমারী এলাকার রমেন সরকার শিশু সন্তানের আধার কার্ড তৈরির জন্য তারা লাইন দিয়েছেন ভোর থেকেই। বেলা বারোটা পর্যন্ত মাথার ওপর প্রখর রোদে দাঁড়িয়ে ছিলেন তিনিও। 

Comments :0

Login to leave a comment