DELHI COACHING BULLDOZER

কোচিং ক্লাসে মৃত্যু: গাফিলতি লুকাতে বুলডোজার নামালো দিল্লি কর্পোরেশন

জাতীয়

বিধি ভেঙে চলে কোচিং ক্লাস। ব্যবস্থা নেয় না দিল্লি কর্পোরেশন। রাজেন্দ্রনগরে বেসমেন্টে চালানো কোচিং ক্লাসে ছাত্রছাত্রীদের মৃত্যুতে নামানো হলো বুলডোজার। নিকাশি নালায় জবরদখলের অভিযোগ তুলে ভাঙা কাঠামো। 
শনিবার দিল্লিতে প্রবল বৃষ্টির পর ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং ক্লাসে ঢুকে পড়ে জল। জল দাঁড়িয়ে ছিল রাস্তায়। বেসমেন্টে বিধি ভেঙে কোচিং ক্লাস চালাতো রাউস আইএএস স্টাডি সার্কেল। ওই ঘরে ছিল লাইব্রেরি। হুড়মুড়িয়ে জল ঢুকে পড়ে ডুবে যান ছাত্রছাত্রীরা। মৃত্যু হয় পড়ুয়া তানিয়া সোনি, শ্রেয়া যাদব এবং নবীন ডলভিনের। 
দিল্লি কর্পোরেশনের যুক্তি, নিকাশি নালায় জবরদখল রয়েছে। কাঠামো তৈরি হওয়ায় জল আটকে যাচ্ছে। সেই কারণে নামানো হয়েছে বুলডোজার। আরও জানানো হয়েছে বিধি ভেঙে চালানো ১৩টি কোচিং সেন্টারের ঘর সিল করা হয়েছে। দিল্লি কর্পোরেশনের কমিশনার অশ্বিনী কুমার জানিয়েছেন, ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।
গত বছরের জুনে দিল্লির মুখার্জি নগরের একটি বাড়িতে আগুন লাগে। ছাত্রছাত্রীদের বহুতল থেকে ঝাঁপাতে হয়েছিল জানালা দিয়ে। অনেকে দেওয়াল বেয়ে নামতে চেষ্টা করছিলেন। ওই বাড়িটিতেও চলত একাধিক কোচিং ক্লাস। তারপর সমীক্ষায় দেখা যায় বহু কোচিং সেন্টার চলে সুরক্ষা বিধির তোয়াক্কা না করে। বিপদের মুখে বেরনোর নিকল্প কোনও রাস্তা না রেখেই চলে ক্লাসঘর। রাজেন্দ্রনগরে বিপজ্জনক হওয়া সত্ত্বেও গ্যারাজের জন্য তৈরি বেসমেন্টে চলছিল ক্লাস। 
সোমবারও ছাত্রছাত্রীদের অনেককে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে রাজেন্দ্র নগরে। 
দিল্লির দমকল বিভাগ রাউজ আকাদেমির ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বাতিল করেছে। 

Comments :0

Login to leave a comment