Maharshtra Election MVA

মহারাষ্ট্রে আসন সমঝোতা চূড়ান্ত বিজেপি বিরোধী জোটের

জাতীয়

আসন বন্টন সমঝোতা চূড়ান্ত করার ঘোষণা করল মহারাষ্ট্রের বিরোধী জোট। বুধবার মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন করেন এই জোট 'মহা বিকাশ আঘাড়ি'-র নেতৃবৃন্দ। 
সমঝোতা অনুযায়ী, শারদ পাওয়ারের নেতৃত্বধীন এনসিপি, কংগ্রেস ও উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ৮৫টি করে আসনে লড়বে। বাকি ৩৩টি আসন অন্য জোটসঙ্গীদের জন্য ছাড়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। 
আসন সমঝোতা নিয়ে প্রথমে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব দেখা গেলেও এনসিপি নেতা শরদ পাওয়ারের মধ্যস্থতায় জট কেটেছে বলে জানা গিয়েছে। 
মঙ্গলবার প্রায় ৬ ঘন্টা আলোচনা চলার পর ফের বুধবার সকালে ফের হয় আলোচনা। গোড়ায় শিবসেনা  ১০০টি আসনে লড়তে চেয়েছিল। মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন ২৮৮।
প্রসঙ্গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে অত্যন্ত ভালো ফল করেছে বিরোধীরা।  মহারাষ্ট্রে লোকসভার আসন সংখ্যা ৪৮ টি। যার মধ্যে ১৭টি আসনে জেতে বিজেপি জোট। বাকি ৩১টির মধ্যে ১টি আসনে জয়ী হয় নির্দল। কংগ্রেস একাই জয়ী হয় ১৩টি আসনে।   
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা এক দফায় নির্বাচন হবে ২০ নভেম্বর। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।

Comments :0

Login to leave a comment