Maharashtra Polls

মহারাষ্ট্রে আসন সমঝোতা চুড়ান্ত বিরোধীদের, আলোচনায় বিজেপি

জাতীয়

মহারাষ্ট্রের আসন সমঝোতা নিয়ে অমিত শাহের সাথে একান্তে বৈঠক করলেন। সূত্রের খবর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিশের সাথে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৮৮ টি আসনের মধ্যে ১৫৫টি আসনে লড়তে চাইছে বিজেপি। বাকি আসন গুলোয় লড়বে অজিত পাওয়ার এনসিপি এবং একনাথ শিন্ডের শিবসেনা।
গত বিধানসভা নির্বাচনে পরাজিত হয় বিজেপি। এনসিপি, শিবসেনা, কংগ্রেসের মহা-বিকাশ অগধি জোট সরকার গঠন করে। সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকেনি। শিবসেনা ভাঙিয়ে শিন্ডে সহ কয়েকজন বিধায়ককে নিজেদের দিকে টেনে নেয় বিজেপি। ক্ষমতাচ্যূত হয় উদ্ধব থ্যাকারের সরকার। তারপর এনসিপি ভাঙিয়ে অজিত পাওয়ারকে নিজেদের দিকে টানে বিজেপি।
২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ ধাক্কা খায় ইন্ডিয়ার কাছে। রাজ্যের ৪৮টি আসনের ১৭টি আসনে জয়ী হয় বিজেপি জোট। ৩০টি আসন পায় ইন্ডিয়া। 
একদিকে যখন আসন ভাগাভাগি নিয়ে বিজেপি এবং জোট সঙ্গীদের মধ্যে দড়ি টানা টানি চলছে তখন অপর দিকে আসন ভাগা ভাগি প্রায় চুড়ান্ত হয়ে গিয়েছে কংগ্রেস, উদ্ধব থ্যাকারের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির মধ্যে। সূত্রের খবর বৃহস্পতিবার বৈঠকে বসে কংগ্রেস নেতা নানা পটেল, সঞ্জয় রাউথ, অনিল দেশমুখ, জয়ন্ত পটেলের বৈঠক হয়। সেই বৈঠকে প্রায় চুড়ান্ত হয়ে গিয়েছেন আসন সমঝোতা।

Comments :0

Login to leave a comment