মিছিলে হাঁটছেন গৌতম সরকার, মিহির বসু। হাঁটছেন মনোরঞ্জন ভট্টচার্য। আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডে প্রতিবাদে প্রাক্তন ফুটবলাররা।
বুধবার মিছিল শুরু হয়েছে গোষ্ঠ পাল মূর্তি থেকে। বাবুঘাট হয়ে ফিরবে এখানেই। রয়েছেন সুব্রত পাল, ডেনসন দেবদাস, কিংশুক দেবনাথ, অরিন্দম ভট্টাচার্য। রয়েছেন ধারাভাষ্যকার দেবজিত ঘোষ।
তিন প্রধানের সমর্থকরা অভিনব প্রতিবাদ দেখিয়েছিলেন, গত রবিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। সেদিনই ইস্টবেঙ্গ-মোহনবাগান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন ম্যাচ বাতিল করা হয়, গ্যালারিতেই আর জি কর কাণ্ডে বিচার চাওয়ার দাবি উঠবে জেনেই বন্ধ করা হয় খেলা। রবিবার কিন্তু সমর্থকদের আটকানো যায়নি। ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান তুলেছেন। হেঁটেছেন লাল-হুলুদ, সবুজ-মেরুণ আর সাদা-কালো পতাকা নিয়ে। পুলিশ তাড়া করে সমর্থকদের তোলে প্রিজন ভ্যানে। প্রতিবাদে সারা রাজ্যে ক্রীড়ামোদীরা মিছিল করেছেন।
মঙ্গলবারই যৌথ সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাব। প্রতিবাদ এবং বিচারের দাবিকে সমর্থনজানিয়েই তিন প্রধানের আবেদন ছিল ডুরান্ড কাপের ম্যাচ কলকাতা থেকে না সরানোর। বুধবার ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়েছে ফাইনাল এবং সেমিফাইনাল কলকাতাতেই হবে।
Comments :0