রবিবার ওড়িশার বিরুদ্ধে ৪ -২ গোলে হার বেঙ্গালুরুর । সুনীলদের বিরুদ্ধে জোড়া গোল পেলেন দিয়েগো মরিসিও ( ৪৫+৩ ও ৬০ মিনিটে ) । এছাড়াও গোল করেন মাওয়িথাঙ্গা ( ১০ মিনিট ) ও মুরতাদা ফল ( ২৭ মিনিট) । বেঙ্গালুরুর গোলদাতা সুনীল ( ৫২ মিনিট ) ও এডগার মেন্ডেজ ( ৮৮ মিনিট) । আজকের জয়ের ফলে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো লোবেরার দল । অন্যদিকে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলো সুনীলরা। পরের ম্যাচে পয়েন্ট পেলে কিছুটা এডভানন্টেজ জায়গায় চলে যাবে মোহনবাগান ।
Mohun Bagan's advantage on Bengaluru's loss
বেঙ্গালুরুর হারে সুবিধা মোহনবাগানের
×
Comments :0