NATUNPATA | BOOK TOPIC | PREMENDRA MITRA — PRODOSH KUMAR BAGCHI — 21 FEBRUARY 2024

নতুনপাতা | বইকথা | বাছাই গল্প | প্রেমেন্দ্র মিত্র — প্রদোষকুমার বাগচী — ২১ ফেব্রুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  BOOK TOPIC  PREMENDRA MITRA  PRODOSH KUMAR BAGCHI  21 FEBRUARY 2024

নতুনপাতা  

বইকথা

বাছাই গল্প | প্রেমেন্দ্র মিত্র

প্রদোষকুমার বাগচী


 

অসাধারণ মজাদার সব বাছাই গল্প

প্রেমেন্দ্র মিত্রের নাম কি শুনেছ তোমরা? যদি না শুনে থাকো তাহলেও চিন্তা নেই। প্রেমেন্দ্র মিত্র এমন একটি নাম যার লেখা প্রকাশিত হলেই ক্রমাগত ভিড় জমে তোমাদের মত ছোটদের, এমন একটা কথা অনেকেই বলেন।  অনেকটা হ্যামলিনের বাঁশিওয়ালার মতো। হ্যামলিন বাঁশিতে ফুঁ দিলে চারিদিকে ভিড় জমে যেতো। হাজার হাজার ছেলেমেয়ে পিছু নিতো হ্যামলিনের । সেই মোহিনী বাঁশির আকর্ষণ এড়াবার সাধ্য ছিল না কারোর। প্রেমেন্দ্র মিত্র সেই ধরনের লেখক যিনি কলম ধরলে হ্যামলিনের বাঁশির মত ছেলে মেয়েরা ছেঁকে ধরতো তাঁর লেখা গল্পগুলো পেলে। সেই প্রেমেন্দ্র মিত্র অনেক লেখা লিখেছেন। এই বইটাতে  তিনি নিজে তোমাদের জন্য গল্প বাছাই করে দিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছ যে কী মজারই না হবে বইটা। বইটি পেলে তোমরা কেউ ছাড়তে চাইবে না। তোমরা নিজে পড়বে। তোমাদের বন্ধুদেরও পড়াবে। প্রেমেন্দ্র মিত্র তো নানা ধরনের লেখা লিখতেন। অসাধারণ ভৌতিক কাহিনী লিখতেন, পরাশরের অনন্য রহস্য কাহিনী তো সকলের মুখে মুখে ঘোরে। আর তার সঙ্গে অদ্বিতীয় ঘনাদার মজাদার সব গল্প। 
এবার আসল কথায় আসা যাক। যে গল্পগুলি তিনি তোমাদের জন্য বাছাই করেছেন তার মধ্যে আছে — নিরুদ্দেশ ট্রেন, ভূত যদি ভুলো হয়, হার্মাদ, নুড়ি, পারশর বর্মা ও ভামা রেডিও, কৃত্তিবাসের অজ্ঞাতবাস, রসোমালাই, মাহুরি লীঠিতে এক রাত, নিরুদ্দেশ, করাল কর্কট, রং নম্বর। যে কোনও গল্প তুমি আগে পড়তে পারো। আবার পরেও পড়তে পারো। প্রথম গল্পটা পড়লেই তোমাদের গা ছম ছম করবে ভয়ে। লেখক একদিন রাজপুতানার জে বি রেলওয়ের মারতা রোড স্টশনে বসেছিলেন। তার পর যা ঘটে চলল তা শুনলে তোমাদের গায়ে কাঁটা দেবে। লেখক ওই ট্রেনে এমন একজন লোকের সঙ্গে বসেছিলেন যিনি দশ বছর আগে মারা গিয়েছিলেন। বাকি কথা আমি আর বলবো না। ভূতে আমার বড় ভয় সত্যি বলছি। এই গল্পটার নাম নিরুদ্দেশ ট্রেন। পরের গল্পটা তো ভূতের। মেজকর্তা কি করে ভূত শিকার করত তার গল্প আছে ওতে। আমি ভয়ে গল্পটা পড়িনি আর। তোমরা পড়ে দেখো। আমাকে জানিয়ে যে কেমন লাগলো। তবে আমার বিশ্বাস আছে যে তোমাদের এই বই সকলের ভালো লাগবে।  তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোনও একটা নতুন বই নিয়ে। 
বাছাই গল্প। প্রেমেন্দ্র মিত্র। সাহিত্য বিহার। কলকাতা—৭০০০০৯।

Comments :0

Login to leave a comment