NATUNPATA / BOOK TOPIC — PRODOSH KUMAR BAGCHI — 3 JANUARY 2024

মুক্তধারা / বইকথা / পঞ্চপদী ছড়ার মজা — প্রদোষকুমার বাগচী — ৩ জানুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  BOOK TOPIC  PRODOSH KUMAR BAGCHI  3 JANUARY 2024

মুক্তধারা  

বইকথা  

পঞ্চপদী ছড়ার মজা

প্রদোষকুমার বাগচী 

যখন থেকে নতুন পাতার ডিজিটাল ভার্সান শুরু হয়েছে তখন থেকেই তোমাদের জন্য
বইয়ের খবর নিয়ে তোমাদের কাছে পৌঁছে যেতে চেষ্টা করেছি। দেখতে দেখতে বেশ কিছুটা
দিন পেরিয়ে গেলো। তোমরাও নানা প্রান্ত থেকে সেই সব বইয়ের খবর পেয়েছো। কখনও
অ্যাডভেঞ্চার, কখনও ভূতের, কখনও রূপকথার, কখনও ছোট গল্পের, কখনও
বিজ্ঞানের— এরকম নানা ধরনের বইয়ের কথা তোমাদের বলেছি। এবার তোমাদের জন্য
নিয়ে আসছি ছড়ার নতুন বই। তোমরা এর আগেও ছড়ার বই পড়েছো। কিন্তু এবারে যে
বইয়ের কথা বলছি সেটি একটু নতুন ধরনের বই। এর নাম লিমেরিক। অর্থাৎ পঞ্চপদী
ছড়া। মানে পাঁচ লাইনের ছড়া। ইংরেজিতে একেই তো বলে লিমেরিক। বইটি লিখেছেন
শোভন বিশ্বাস। বইটির নামটাও বেশ সুন্দর— মজার লিমেরিক।


তোমরা এই বইটি যখন হাতে পাবে তখন নিজের চোখে ভালো করে ছড়াগুলি দেখে বুঝতে
পারবে যে সত্যি সত্যি লিমেরিক কাকে বলে। এ হচ্ছে পদ্যের একটি বিশেষ শৈলী যা
পাঁচটি চরণে লেখা হয়। ইংরাজি রাইম থেকে এই বিশেষ ধরণের ছড়ার উৎপত্তি।
ছন্দের রসিকতা আর ব্যঙ্গের মিশেলে লেখা কিছু অলীক, কিছু বাস্তব, কিছু উদ্ভট,
কিছু খাপছাড়া, কিছু ভয়, কিছু মজার এই পঞ্চপদী ছড়া তোমাদের ভালো লাগবে। আর
সঙ্গে রয়েছে বাংলার প্রখ্যাত শিল্পী মনীষ দেবের আঁকা অমূল্য সব ছবি। আরও ভালো
করে বললে বলা যায় অলংকরণ। তিনি বইটির একটি মনোহারী প্রচ্ছদও এঁকে দিয়েছেন।
আমি এবার তোমাদের জন্য এই বইটি থেকে একটি ছড়া তুলে দিচ্ছি। সেটি এই রকম—
একদিন খোকনকে ডেকে বলে ছোটকা/ কানে কানে শুনে যা একখানা টোটকা/ খেলে রোজ
আরশোলা/ শতায়ুর দোর খোলা/ স্লিম হয়ে থেকে যাবি হবি না আর মোটকা।
ভালো করে লক্ষ্য করো দেখবে প্রথম দুটো চরণ প্রায় সমান। পরের দুটি অর্থাৎ তিন
নম্বর ও চার নম্বর লাইন দুটি ছোট এবং শেষ লাইনটি আবার প্রথমের মতো বড়। এই
ধারাতেই এই বইটিতে একশত ষোলটি লিমেরিক সংকলিত হয়েছে। আর আছে পাতায়
পাতায় অলংকরণ। তোমরা বইটি হাতে নিয়ে দেখবে তো যে চরণের দিক থেকে লিমেরিক

গুলি সব ঠিক হয়েছে কিনা। বইটি তোমাদের তো ভালো লাগবেই। লিমেরিক অনেকেই
লিখেছেন। লিমেরিক দেখলে চট করে তোমাদের মনে হতে পারে যে এটি একটি সহজ কাজ।
আসলে কিন্তু কঠিন কাজ।
লিমেরিকের মধ্য দিয়েও অনেক কথা যে বলা যায়। সেকথা এই বইটির ছড়াকারও তুলে
ধরার চেষ্টা করেছেন। বইটি কেমন লাগলো তোমরা জানিও।

মজার লিমেরিক
শোভন বিশ্বাস। 
প্রচ্ছদ ও অলঙ্করণ : মনীষ দেব। 
ঝড়ো হাওয়া। ৩/৮৫, চিত্তরঞ্জন,
যাদবপুর, কলকাতা— ৩২
৬০ টাকা।

 

 

 

Comments :0

Login to leave a comment