NATUNPATA | GK — Albert Einstein Behala | TAPAN KUMAR BIRAGAYA — 22 MARCH 2024

নতুনপাতা | জানা অজানা - আইনস্টাইনের বেহালা | তপন বৈরাগ্য - ২২ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  Albert Einstein Behala  TAPAN KUMAR BIRAGAYA  22 MARCH 2024

নতুনপাতা 

জানা অজানা 

আইনস্টাইনের বেহালা 

তপন বৈরাগ্য

বিশ্ববিখ্যাত আইনস্টাইন ১৮৭৯ খ্রিস্টাব্দের
১৪ই মার্চ জার্মানির উলম শহরে জন্মগ্রহণ
করেন। বাবার নাম হেলম্যান এবং মায়ের
নাম ছিল পলিন।জাতিতে ইহুদি  হওয়ার
জন্য ছোটবেলা থেকে তাঁকে অনেক অত্যাচার
সহ্য করতে হয়েছিল। তাঁর মা খুব সুন্দর বেহালা
বাজাতে পারতেন। ছোটবেলা থেকেই মায়ের
কাছে বেহালা বাজাতে শিখতেন। যখন তাঁর
বয়েস আটবছর তখন তাঁর মা নিজের বেহালাটা
তাঁর হাতে তুলে দেন। ছেলেবেলায় পড়াশোনাতে তিনি মোটেই ভালো ছিলেন না।বেশ কয়েকবার পরীক্ষাতে
অকৃতকার্যও হন। এইভাবে প্রবেশিকা পরীক্ষাতে
ভর্তির সময় তিনি প্রথমে অকৃতকার্য হন।
সেদিন সকলে তাঁকে যেন অবজ্ঞার চোখে
দেখেন । তিনি মনের দুঃখে বাড়ি ফিরে
এলেন। দুঃখ ভুলবার জন্য বেশ কিছুক্ষণ
বেহালা বাজালেন।তারপর এই বেহালায় তাঁর
প্রেরণার উৎস হলো। তিনি ছ'মাস অক্লান্ত পরিশ্রম
করে পরীক্ষা দিলেন।দারুণ সাফল্য পেলেন।
১৯০৫ সালে মাত্র ২৬বছর বয়সে ফটোইলেকট্রিক
এফেক্ট ও আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করেন।


১৯২১সালে যখন তিনি পদার্থবিদ্যায় নোবেল 
পুরস্কার পেলেন। সুইডেনে গেলেন নোবেল
পুরস্কার আনতে কিন্তু তাঁর হাতে থাকলো তাঁর
বেহালাটা।১৯৩৩ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানিকে বলা হতো নাৎসী জার্মানি।হিটলারের 
নেতৃত্বে তখন জার্মানিতে একনায়কতন্ত্র চলছিল।
মানবতার পুজারী অ্যালবার্ট আইনস্টাইন হিটলারের
বিরুদ্ধে  লিখলেন 'দ্য ব্রাউন কুক অব হিটলার
টেরর' বইটা । নাৎসীরা এই বইয়ের লেখক
হিসাবে আইনস্টাইনের নাম দেখলেন।তাঁরা খুব
রেগে গেলেন।আইনস্টাইনের মাথার দাম ধার্য
করলেন এক সহস্র পাউন্ড ।একদিন এই খবরটা
তাঁকে তাঁর এক বন্ধু জানালেন। আইনস্টাইন
তখন একমনে বেহালা বাজাচ্ছিলেন।খবরটা
জানার পর তিনি হেসে বললেন--তাই বুঝি?আমার
মাথার দাম এত বেশি?তারপর তিনি বিপুল উৎসাহে
বেহালা বাজাতে লাগলেন।
এই মহাবিজ্ঞানী ১৯৫৫ সালের ১৫ই এপ্রিল
প্রিন্সটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার
আগে পর্যন্ত এই বেহালাকে কিন্তু এক মূহূর্ত সঙ্গ
ছাড়া করেন নি। 

Comments :0

Login to leave a comment