NATUNPATA | GK — GAZANMELA | TAPAN KUMAR BIRAGAYA — 12 APRIL 2024

নতুনপাতা | জানা অজানা | কুড়মুনের গাজনমেলা — তপন কুমার বৈরাগ্য | ১২ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  GAZANMELA  TAPAN KUMAR BIRAGAYA  12 APRIL 2024

নতুনপাতা  

জানা অজানা

কুড়মুনের গাজনমেলা
তপন কুমার বৈরাগ্য

কুড়মুন  পূর্ববর্ধমান জেলায় অবস্থিত।নাদনঘাট বর্ধমান রোডের পাশে অবস্থিত।
এখানকার গাজন উৎসব চারশো বছরের পুরানো।এখানকার ঈশানেশ্বর শিব
মন্দির প্রায় চারশো বছরের পুরানো।এই গ্রামে বহু বছর ধরে চলেছিল শ্মশানে
জাগানো রীতি। মড়ার মাথা নিয়ে নৃত্য।শ্মশানে চৈত্র মাসের ২৫থেকে ২৯ তারিখ পর্যন্ত
এই শ্মশান জাগানো রীতি চলতো।সন্ন্যাসীরা নানারকম সাজতো এবং মড়ার
মাথা নিয়ে আনন্দে মাততো।এখন অবশ্য এই পৈশাচিক রীতি বন্ধ হয়ে গেছে।
রাঢ় বাংলায় অনেক উৎসব ছিলো।অনেক উৎসব আজ বিলুপ্তির দিকে।
কিন্তু কুড়মুনের সেই অতীত গৌরব হয় তো আজ নেই তবুও আজো কুড়মুনের
গাজন স্ব-মহিমায় উদ্ভাসিত। এখানে এখনো লোককথা, ধর্মকথা, পৌরাণিক
আখ্যান নিয়ে নানা ঘটনা তুলে ধরা হয়।তাই এখানকার গাজন উৎসবের একটা 
আলাদা বৈশিষ্ট থাকে।এই গ্রামেরও প্রধান উৎসব এই গাজন।প্রতিটা বাড়িতেই
আসে আত্মীয়-স্বজন।বাড়িতে বাড়িতেও থাকে উৎসবের আমেজ।
এখন চড়কি কাঠে সন্ন্যাসিদের ঘোরা এখানকার গাজনের আকর্ষণীয় বিষয়।
এই গ্রামে সব জাতির লোক বসবাস করে। এই গ্রামটি পূর্ববর্ধমান জেলার
এক বর্ধিষ্ণু গ্রাম। উচ্চবিদ্যালয় থেকে এই গ্রামে সব কিছুই আছে। নিকটবর্তী
রেলস্টেশন বর্ধমান। গাজনমেলা উপলক্ষে এই গ্রামে বিরাট মেলা বসে।
মেলাতে সব রকমের দোকানই বসে।ব্যবসায়ীদের ভালোই বিক্রি হয়।
প্রায় সপ্তাহখানেক ধরে এই মেলা চলে। নাগরদোলা,সার্কাস,যাদু প্রদর্শনীর
আয়োজন থাকে। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকে।
এই গ্রাম্যমেলা পূর্ববর্ধমান জেলার শ্রেষ্ঠ মেলা বললেও
অত্যুক্তি হবে না। এই গাজনমেলাতে একবার এলে জীবনের সার্থকতা খুঁজে
পাওয়া যাবে।কুড়মুনের গাজনমেলা সম্প্রীতির ধারক ও বাহক ।

Comments :0

Login to leave a comment