NATUNPATA | ICHCHE — CHIRADINER BHABANIPRASAD MAZUMDER | MANISH DEB — 10 February 2024

নতুনপাতা | ইচ্ছে — চিরদিনের ভবানীপ্রসাদ মজুমদার | মনীষ দেব | ১০ ফেব্রুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  ICHCHE  CHIRADINER BHABANIPRASAD MAZUMDER  MANISH DEB  10 February 2024

নতুনপাতা 

ইচ্ছে

চিরদিনের ভবানীপ্রসাদ মজুমদার
মনীষ দেব

মজার দেশ থেকে ছুটির দেশে — ভবানীপ্রসাদ মজুমদার। 
— না কেউ আর পুষবে না টিকটিকি খাঁচাতে! লেখা তো দুর অস্ত —

ছ'হাজার টিকটিকি পুষে রাখি খাঁচাতে। 
সারাদিন বলি বসে, 'রাজা হই, রাজা হই 
হতভাগা পাজীগুলো 'টিক-টিক' করে কই!


আটপৌঢ় সাদাসিদে ভবানীপ্রসাদ মজুমদার কল্পনার আকাশে ধ্রুবতারা — ছড়ার আকাশে কালপুরুষ চিরদিনের।


কিন্তু ছড়ার আকাশের এই কালপুরুষের জীবনযাপন শব্দচয়ন-শব্দবিন্যাস-শব্দনির্মাণ সবই। তার জীবনের মতো সহজ সরল। হয়তো বা ইচ্ছেডানায় উড়ে যাওয়া ইচ্ছের নাম — ভবানীপ্রসাদ মজুমদার! এক — বিস্ময়!


ধার-বাকির সাদামাটা জীবনে কোচকানো শার্ট, মলিন লুঙ্গি, জীর্ণ বাজারের ব্যাগ হাতে কে আর ভবানীপ্রসাদ মজুমদারের মতো বলে দেবে —
দুর্যোধনের পিশাশুড়ির মায়ের জায়ের ভায়ের 
হস্তিনাপুর হাসপাতালে দোকান ছিল চায়ের! 
সেই দোকানে ভীমের ছিল সাতশো-টাকা বাকি 
ইতিহাসের এসব খবর :আমরা কি কেউ? রাখি?

অনুষ্ঠানে সটান দাঁড়িয়ে — ভূতুড়ে জাতীয় সঙ্গীত শেষে অনাবিল ভূতের স্রষ্টা ভবানীপ্রসাদ মজুমদার বলে যেতেন — 
ন্যাড়াভূত, ট্যারাভূত, গ্যাঁড়াভূত পুঁচকে 
সাইজে মানায় হার ছোট ছোট চুঁচকে! 
ভূতের প্রপিতামহ, পিতামহ তস্য 
আটাশ-পুরুষ আমি করে দিই ভস্ম!

ভবানীপ্রসাদ মজুমদার নেই আর অনুভব গুলি শব্দ হয়ে ডানা মেলবে তো ? ডানা মেলবে তো হলুদ ফড়িং — হলুদ সরষে ক্ষেতে ? হলুদ অতসী বনে বাজবে তো ঝুমঝুমি! ঝুমঝুমি পায়ে মশারা কী নাচবে কোরাস হুতুম্বু — ভুতুম্বুর  
গানে। প্রাজ্ঞ যখন মেলায় বৃত্ত অক্ষরে অক্ষরে — মাত্রা মেনে — ছন্দ বেধে — পয়ারে বাধেন অন্তলীন।

— ভবানী বলেন — আমি তখন উদ্ভট সব হিজিবিজি লিখে রাখি অন্তহীন।

হয়তো নয়তোর থেকে অজানায় ভবানীপ্রসাদ মজুমদার। 
হোক বা ছড়া — নাই বা ছড়া 
মজায় মোড়া শব্দ তোমার অন্তহীন।

অজীবন শুয়োপোকা হয়ে গুটি মেরে ছিলে — প্রজাপতি হয়ে উড়ে যাবে বলে একদিন — চিরদিনের ভবানীপ্রসাদ মজুমদার।

Comments :0

Login to leave a comment