NATUNPATA | QUZEE — AML KAR | 14 MARCH 2024 ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর — ১৪ মার্চ ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE  AML KAR  14 MARCH 2024 ANS

নতুনপাতা  

বলতে পারো  

অমল কর  

১৪ মার্চ ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১)টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার কে একইনিংসে ৫ উইকেট পান?
২) বিশ্বের একমাত্র কোন্  ক্রিকেটার ২০০ টেস্ট ম্যাচ খেলেন?
৩) বিশ্বখ্যাত স্পেনের চিত্রশিল্পী পাবলো রুইজ পিকাসোর ৫টা বিখ্যাত চিত্রের নাম বলো।
৪)'সঞ্চয়িতা'ও 'সঞ্চিতা '-র স্রষ্টা কারা?
৫)কোন্ চার অঙ্কের(digits) সংখ্যা ১ থেকে ১০ দিয়ে বিভাজ্য?
৬) বিশ্বের কোন্ রাষ্ট্রে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে অমানবিক নাইট্রোজেন গ্যাস প্রয়োগে হত্যা করা হয়?

সমাধান
১) শ্রীলঙ্কার স্পিনার মুথিয়া মুরলিধরন টেস্টে ৬৯  বার এক ইনিংসে ৫ জনকে আউট করেন।
২) ভারতের শচীন তেন্ডুলকর বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ২০০টি  টেস্ট ম্যাচ খেলেন।
৩) স্পেনের বিশ্ববন্দিত চিত্রশিল্পী পাবলো রুইজ পিকাসোর বিখ্যাত  ৫টি চিত্র:
গোয়ের্নিকা, দি ওল্ড গিটারিস্ট,
দি উইপিং উওম্যান ,
মাদার  অ্যান্ড চাইল্ড ও 
লে রেভে।
৪) 'সঞ্চয়িতা'-র  রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং 'সঞ্চিতা'-র নির্মাতা কাজী নজরুল ইসলাম।
৫) গণিতবিদ শ্রীনিবাস রামানুজম আবিষ্কৃত চার অঙ্কের (digits) সংখ্যাটি ২৫২০ যা
১ থেকে ১০ দিয়ে বিভাজ্য।
৬)১৯৮৮ সালে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী ৫৮ বছর বয়স্ক কেনেথ ইউগেন স্মিথকে  অ্যালবামায় অমানবিক নাইট্রোজেন গ্যাস প্রয়োগে  হত্যা করা হয়।এটি বিশ্বে প্রথম।

Comments :0

Login to leave a comment