NATUNPATA | QUZEE — AML KAR / 22 February 2024 ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর — ২২ ফেব্রুয়ারি ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE  AML KAR  22 February 2024 ANS

নতুনপাতা  

বলতে পারো  

অমল কর  

২২ ফেব্রুয়ারি ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি মূলত কোন্ স্লোগানের ভিত্তিতে বাংলা ভাষা আন্দোলন সংগঠিত হয়?
২) ভাষার জন্য একটি রাষ্ট্র গঠিত হয় কবে কোথায়?
৩) কবে থেকে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
৪)ভাষা সৌন্দর্যের কবি জীবনানন্দ দাশ -এর খুব সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫)কবি জীবনানন্দ দাশ -এর প্রথম কবিতা ও প্রথম কাব্যগ্ৰন্থ কোনটি? কোনটি তাঁর বিখ্যাত কবিতা।
৬) কবি জীবনানন্দ দাশ -এর উপন্যাসের নাম বলো।

সমাধান

১) বাংলা ভাষাভাষী মানুষের উপর উর্দু ভাষা চাপিয়ে দেবার প্রতিবাদে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা ময়দানে ১৪৪ ধারা অমান্য করে ছাত্র সমাজ  "রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষার রাষ্ট্র চাই"  _উত্তাল  এই স্লোগানে আন্দোলন করে।
২) উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষার আন্দোলনে বাংলা ভাষাকে স্বীকৃতি জানিয়ে সাবেক পূর্ব পাকিস্তান অধুনা "বাংলাদেশ" রাষ্ট্র  হিসেবে
গঠিত হয় ।
৩)১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর রাষ্ট্রসংঘ ঘোষণা করে যে বিশ্বের সর্বত্র ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। তদনুযায়ী ২০০০ সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় ।
৪)রূপসী বাংলার কবি  নামে খ্যাত রবীন্দ্রোত্তর ভাষা সৌন্দর্যের কবি জীবনানন্দ দাশ -এর জন্ম ১৭ ই
ফেব্রুয়ারি ১৮৯৯ সাল ওপার বাংলার বরিশালে।বাবা সত্যেন্দ্রনাথ,মা কবি কুসুমকুমারী।তিনি কবি,প্রাবন্ধিক,ঔপন্যাসিক, অধ্যাপক ও বহু গ্ৰন্থ প্রণেতা।
৫) কবি জীবনানন্দ দাশ -এর প্রথম কবিতা "বর্ষা আবাহন"(১৯১৯),  প্রথম কাব্যগ্ৰন্থ "ঝরাপালক"  (১৯২৭), বিখ্যাত কবিতা "বনলতা সেন"।
৬)কবি জীবনানন্দ দাশ -এর উপন্যাস:
মাল্যবান,সুতীর্থ, জলপাইহাটি,কারুবাসনা,
নিরুপম যাত্রা, জীবন প্রণালী, বাসমতীর উপাখ্যান।

 

Comments :0

Login to leave a comment