NATUNPATA | QUZEE — AML KAR — 7 MARCH 2024 | ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর | ৭ মার্চ ২০২৪ | সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA  QUZEE   AML KAR  7 MARCH 2024  ANS

নতুনপাতা  

বলতে পারো  

অমল কর  

৭ মার্চ ২০২৪ | সমাধান

জিজ্ঞাসা

১)কোনো এক অলিম্পিক গেমসে কে সর্বাধিক স্বর্ণপদক লাভ করেন?
২)রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে কে কে ১০ হাজারের বেশি রান করেন?
৩)কোন্ উপন্যাসের জন্য কে সর্বাধিক পেলেন ২০২৪ সালের 'বুকার পুরস্কার'?
৪) ইজরায়েলের গুপ্তচর সংস্থা কি নামে পরিচিত?
৫) বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর কোনটি?
৬) বিশ্বের কোন্ মহিলা প্রধানমন্ত্রী সবচেয়ে বেশিদিন কোনো রাষ্ট্রের মহিলা  প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন?

সমাধান

১) আমেরিকার রেমন্ড মাইকেল ফেল্পস ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সাঁতারে ৮টি স্বর্ণপদক পান,যা বিশ্বরেকর্ড ।
২)রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে পঙ্কজ রায় অরুণলাল সৌরভ গাঙ্গুলি ও মনোজ তেওয়ারি ১০ হাজারের বেশি রান করেন।
৩)২০২৪ সালে বুকার পুরস্কার পেলেন আইরিশ লেখক 'পল লিঞ্চ' তাঁর ডিসটোপিয়ান উপন্যাস "প্রফেট সং"-এর জন্য।
৪)'মোসাদ' হল ইজরায়েলের গুপ্তচর সংস্থা।
৫) পূর্ব অষ্ট্রেলিয়ায় অবস্থিত ২০ লক্ষ বছর ধরে নির্মিত ৪০০ টির বেশি বিভিন্ন প্রজাতির প্রবাল দিয়ে সৃষ্ট ২৬০০ কিঃমিঃ বিস্তৃত গ্ৰেট বেরিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর।
৬) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কোনো রাষ্ট্রের  সবচেয়ে বেশিদিন রয়েছেন (২০০৯ থেকে নাগাড়ে)।

Comments :0

Login to leave a comment