NATUNPATA |QUZEE | BHABANIPRASAD MAZUMDAR — AML KAR — 8 February 2024 ANS.

নতুনপাতা | বলতে পারো — অমল কর — ৮ ফেব্রুয়ারি ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

NATUNPATA QUZEE  BHABANIPRASAD MAZUMDAR  AML KAR  8 February 2024 ANS

নতুনপাতা 

বলতে পারো  

অমল কর  

৮ ফেব্রুয়ারি ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১)ছড়ার রাজা-ছড়ার বাদশা ভবানীপ্রসাদ মজুমদার কবে কোথায় জন্মগ্ৰহণ করেন? 
২) ভবানীপ্রসাদ মজুমদার সম্পাদিত কয়েকটি পত্রিকার নাম বলো।
৩) ভবানীপ্রসাদ-এর কয়েকটি বিখ্যাত গ্ৰন্থের নাম বলো।
৪) ভবানীপ্রসাদ -এর কয়েকটি বিখ্যাত কবিতার নাম বলো।
৫) পশ্চিমবঙ্গের বাইরে মূলত কোন্ কোন্ দেশে বা রাজ্যে ভবানীপ্রসাদ -এর ছড়া / গল্প প্রকাশিত হয়েছে?
৬) ভবানীপ্রসাদ কোন্ কোন্ সেরা পুরস্কার পেয়েছেন?

সমাধান

১) ছড়ার রাজা-ছড়ার বাদশা ভবানীপ্রসাদ মজুমদার পশ্চিমবঙ্গের হাওড়া জেলার দাশনগরের  শানপুর কলাবাগান গ্ৰামে জন্মগ্ৰহণ করেন ৯ এপ্রিল ১৯৫০ সালে।বাবা নারায়ণচন্দ্র,মা নিরুপমা।
২)ওভারল্যান্ড, ঝালাপালা, একতারা, হিং টিং ছট ইত্যাকার পত্রিকা ভবানীপ্রসাদ সম্পাদনা করেন।
৩) মোট ৪০টি ছড়া গ্ৰন্থের মধ্যে ভবানীপ্রসাদ -এর বিখ্যাত গ্ৰন্থ_কোলকাতা তোর খোল খাতা,মিঠে কড়া শ্রেষ্ঠ ছড়া,ভবানীপ্রসাদের কবিতা সমগ্ৰ,ছন্দে গড়া মহান যারা, ছড়ায় ছড়ায় সত্যজিৎ,
রবীন্দ্রনাথ নইলে অনাথ।l
৪) আমার ছেলের বাংলাটা ঠিক আসে না,
দুর্গা যাবেন বাপের বাড়ি,মহালয়া,দুর্গার দুর্গতি, দুর্গা হাসে দুর্গা কাঁদে,দুর্গা মাঈকী জয় ইত্যাদি ভবানীপ্রসাদ -এর বিখ্যাত কবিতা।
৫) বাংলাদেশের বিভিন্ন পত্রিকা,ডেইলি দেশের কথা, ত্রিপুরা দর্পণ ইত্যাদি পত্রিকায় ভবানীপ্রসাদ-এর
ছড়া-কবিতা-গল্প নিয়মিত প্রকাশিত হয়েছে।
৬)রাষ্ট্রপতি পুরস্কার, সুকুমার শতবার্ষিকী পুরস্কার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার, শিশুসাহিত্য, অভিজ্ঞান স্মারক, নেতাজি সুভাষ, সুকান্ত, অমৃতকমল ইত্যাদি শতাধিক পুরস্কার লাভ করেন ভবানীপ্রসাদ।
 

Comments :0

Login to leave a comment