Koustav Bagchi

মাঝ রাতে একজন আইনজীবীর বাড়িতে কি ভাবে পুলিশ যেতে পারে? আদালতে প্রশ্ন বিকাশ ভট্টাচার্যের

রাজ্য

ব্যাঙ্কশাল আদালতে তোলা হলো কৌস্তভ বাগচীকে। আরজি কর মেডিকেল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা পর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে কৌস্তভের হয়ে ১০০ জন আইনজীবী দাঁড়িয়েছেন। কৌস্তভের হয়ে সাওয়াল করছেন বিকাশ রজ্ঞন ভট্টাচার্য। 

মাঝ রাতে কৌস্তভের গ্রেপ্তারি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছেন তিনি। আদালতে ঢোকার মুখে বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘মোদী এবং মমতা একই বাগানের ফুল। বিরোধীদের দমিয়ে রাখতে মোদী যেমন মনোভাব দেখাচ্ছে, একই মনোভাব দেখাচ্ছে। মোদীর বিরুদ্ধে কথা বলার জন্য দিল্লিতে বিমান থেকে পবন খেরাকে নামিয়ে গ্রেপ্তার করা হয়। আর এখানে মমতার বিরুদ্ধে কথা বলার জন্য রাতে বাড়িতে পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’’

কৌস্তভ বাগচীর মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন মাঝ রাতে বেল দিয়ে বিনা কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কৌস্তভকে গ্রেপ্তার করা হয়েছে।  আদালতে কৌস্তভের আট দিনের হেপাজত চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রয়োজনে হাই কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন বিকাশ রজ্ঞন ভট্টাচার্য।

Comments :0

Login to leave a comment