নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইছে নেপালে কমবয়সী বিক্ষোভকারীদের একাংশ। পরিভাষায় এই জেন-জি'রা রবিবার সাংবাদিক সম্মেলন করে এই সম্ভাবনা জানিয়েছেন কাঠমাণ্ডুতে।
আগামী বছর নেপালের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।
গত সেপ্টেম্বরই উত্তপ্ত হইয়া ওঠে নেপাল। স্বজনপোষণ, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয় সোশাল মিডিয়া ঘিরে নিষেধাজ্ঞা জারি হওয়ায়। চাপের মুখে আন্দোলনের দ্বিতীয় দিনেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকি।
২০২৬’র ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
নেপালে বিক্ষোভকারীদের এক নেতা মিরাজ ধুঙ্গানার নেতৃত্বে বৈঠক হয়েছে। তাঁরা জানান যে নতুন দল গড়ে নির্বাচনে লড়ার সম্ভাবনা বিবেচনা করছেন তাঁরা। তবে আপাতত দু’টি দাবি মানতে হবে। এক, সরকারের প্রধানকে সরাসরি নির্বাচিত হতে হবে। দুই, বিদেশে বসবাসরত নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দিতে হবে।
মিরাজের সংযোজন, সুশাসন, স্বচ্ছতা এবং দুর্নীতি দমনের জন্য লড়াই চলবে।
Nepal Gen-Z Party
নেপালে নতুন দল গড়তে পারে ‘জেন-জি’ বিক্ষোভকারীরা

×
Comments :0