PARLIAMENT DRESS CODE

সংসদে কর্মীদের পদ্ম ছাপ পোশাক!

জাতীয়

সংসদে কর্মীদের পদ্ম ছাপ পোশাক!

ফুলের নকশা দেওয়া নতুন ইউনিফর্ম পরতে হবে সংসদের কর্মচারীদের। সংসদের নতুন এই পোশাকবিধি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, বিশেষ অধিবেশন ডেকে সরকারি খরচে নিজেদের নির্বাচনী প্রতীক পদ্মের সস্তা প্রচার করছে বিজেপি। 

লোকসভা সচিবালয়ের এই সার্কুলারে বলা হয়েছে মার্শাল, সুরক্ষা কর্মী এবং আধিকারিকদের নতুন পোশাকবিধি মানতে হবে। সংসদের নতুন ভবনে নতুন পোশাক চালু হবে। সার্কুলারের পর এই অনুমান আরও জোরালো হয়েছে যে বিশেষ অধিবেশন পুরনো ভবনে শুরু করে শেষ করা হবে নতুন ভবনে। 

আধিকারিকদের বন্ধগলা কোটের বদলে গাঢ় গোলাপি নেহরু জ্যাকেট পরতে হবে। জামায় ফুলের নকশা থাকবে। কর্মচারীরা পরবেন খাকি প্যান্ট। সুরক্ষা কর্মীরা নীল সাফারি সুটের বদলে পরবেন সেনার জংলা ছাপের মতো উর্দি। মহিলা আধিকারিকদের জন্য গাঢ় রঙের শাড়ি এবং জ্যাকেট বরাদ্দ করা হয়েছে। 

লোকসভায় কংগ্রেসের মুখ সচেতক মনিকম টেগোরের মন্তব্য, ‘‘কেন পদ্ম ছাপ কেবল? ময়ূর বা বাঘ নয় কেন? কেবল বিজেপি’র নির্বাচনী প্রতীক? কী সস্তা প্রচার! জাতীয় ফুল বলে পদ্মের ছাপ দেওয়া হবে পোশাকে।’’

সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।   

 

Comments :0

Login to leave a comment