POETRY \ EKHANE ANDHAKAR — ANJU BANU \ MUKTADHARA \ 29 OCTOBER 2024

কবিতা \ এখানে অন্ধকার - আনজু বানু \ মুক্তধারা \ ২৯ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  EKHANE ANDHAKAR  ANJU BANU  MUKTADHARA  29 OCTOBER 2024

কবিতা

এখানে অন্ধকার 
আনজু বানু

মুক্তধারা

আকাশ এখানে চুরি হয়ে যায়
স্বপ্নের চোখে রক্ত
দিনে ও দুপুরে চিতিয়ে ঘোরে
নৃশংসতার ভক্ত।

দিগন্তে যখন আলোক রেখা
এখানে অন্ধকার 
পশুর নিয়মে চলছে এখানে
মৃত্যুরই কারবার।

কলরব মুখে সেলোটেপ এঁটে
আতঙ্ক গেড়েছে ঘাঁটি
নীরবে দাঁড়িয়ে গোপন যন্ত্র
লুঠ করে ভিটে মাটি।

সবুজঘাসে রক্তের দাগ
কুয়াশায় ঢাকা মুখ 
সবুজ আবিরে ঢেকে দিতে চায়
আদালতে উন্মুখ।

প্রহসন কথা লিখে যেতে হবে
যতই আসুক ঝড়
লোভের পোশাক পরিয়ে বলে
এসেছে সুখের বাড়

তৃষিত মুখে একফোটা জল
দিয়েই নিয়েছে কিনে
সম্মান তাই বাঁধা রেখে তারা
কাটায় প্রহর গুনে।
 

Comments :0

Login to leave a comment