এবার ‘জ্বালাও আলো, দ্রোহের আলো’। আন্দোলনের পথ বেয়েই রাজপথে জনতার দরবারে পেশ হবে ‘জনতার চার্জশিট’!
আর জি করের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি। তার আগে আরও একবার রাজপথের দখল নিতে চলেছে ন্যায়বিচারের দাবিতে গত প্রায় তিনমাস ধরে রাস্তায় থাকা প্রতিবাদী মানুষ। সোমবার সন্ধ্যা ৭টায় রাজ্যজুড়ে ‘জ্বালাও আলো, দ্রোহের আলো’ কর্মসূচি করার আহ্বান জানিয়েছে ৮০টি সংগঠন সহ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস (জেপিডি)-দের যৌথমঞ্চ ‘অভয়া মঞ্চ’। একই সঙ্গে আগামী ৯ তারিখে আর জি করে নৃশংসতম ঘটনা তিন মাসে পড়তে চলেছে। সেই দিনই রানি রাসমণি রোডে প্রকাশ্যে চার্জশিট দাখিল করবে প্রতিবাদী জনতা।
একদিকে, রাজ্য পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য প্রমাণ লোপাটের ঘটনা, তদন্তকে পরিকল্পিতভাবে বিভ্রান্তির পথে নিয়ে যাওয়া, অন্যদিকে সিবিআই’র তদন্তের শ্লথতা। এখনও পর্যন্ত আর জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম দফায় চার্জশিট দায়ের করেছে সিবিআই। তাতে ধৃত সিভিক সঞ্জয় রায়ের নামেই অভিযোগ আনা হয়েছে। যদিও সিবিআই’র তরফে দাবি এটা প্রথম দফার চার্জশিট, চূড়ান্ত নয়। কিন্তু আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ছাড়া এই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। প্রায় আড়াইশো জনের বেশিকে তলব এবং জেরা করা হয়েছে, কিন্তু তদন্তের পরবর্তী ধাপে সিবিআই পৌঁছাতে পারেনি। এমনকি ধর্ষণের পরে খুন হওয়া পড়ুয়া চিকিৎসকের পরিবারের তরফেও সিবিআই তদন্তের গতি নিয়ে খানিকটা হতাশা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত ন্যায়বিচারের দাবিতে উৎসবের রেশ কাটতেই ফের নতুন করে লড়াই আন্দোলনের পথে চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সংগঠন। শাসক তৃণমূলের তরফে পরিকল্পিতভাবে প্রথম থেকেই এই আন্দোলনকে ব্যঙ্গ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবার দাবি করেছিলেন, আন্দোলনের অপমৃত্যু হয়েছে। তৃণমূল-বিজেপি’র সুর মিশেছে একই বিন্দুতে।
ন্যায়বিচারের দাবিতে রাজ্যবাসীকে আবারও ইতিহাস গড়ার ডাক দিয়েছে আন্দোলনকারী ডাক্তারদের যৌথমঞ্চ। শাসকের স্বৈরাচারিতার বিরুদ্ধে আর জি করের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের জন্য সময়ে সময়ে আন্দোলনে নেমেছেন গোটা রাজ্যবাসী। যা রীতিমতো রাতের ঘুম কেড়েছিল প্রশাসনের। রাজ্য দেখেছে ‘রাত দখল’, ‘দ্রোহের কার্নিভ্যাল’-এর মতো প্রতিরোধ। আগামীদিনেও বিক্ষোভ জারি রাখতে আরও কর্মসূচির পরিকল্পনা করছে আন্দোলনরত ডাক্তার সহ সংশ্লিষ্ট সংগঠনগুলি। সেই মতো সোমবার কলকাতা, জেলা সদরগুলি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘জ্বালাও আলো, দ্রোহের আলো’ কর্মসূচির ডাক দিয়েছে অভয়া মঞ্চ। যাদবপুর, আকাদেমি, বেহালা, গড়িয়া মোড়, কলেজ স্ট্রিট সহ উত্তরপাড়া, সোদপুর, বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচির আয়োজকের দায়িত্বে থাকবে চিকিৎসক সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সংগঠনগুলি।
অন্যদিকে, আগামী ৯ নভেম্বর আর জি করের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ৯০ দিন পূরণ হবে। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী ওই দিন বিকেল ৪টের সময় রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত করে ‘জনতার চার্জশিট’ কর্মসূচি করবে জেপিডি এবং অভয়া মঞ্চ অন্তর্ভুক্ত সংগঠনগুলি। মঞ্চের সংগঠকরা জানিয়েছেন, বিভিন্ন প্রামাণ্য দলিল সহ এই চার্জশিট প্রস্তুতির কাজ চলছে, যা সেদিন জমায়েতের মঞ্চে কোর্টের শুনানির আদলে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে জনসমক্ষে। আগামী ৭ নভেম্বর বিকেল ৫টায় প্রেস ক্লাবে অভয়া মঞ্চের তরফে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ও সহযোগী সংগঠনগুলি এই কর্মসূচিগুলি বিস্তারিতভাবে জানাবে বলে খবর।
উল্লেখ্য, মামলা এখন সিবিআই’র হাতে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে বিচার প্রক্রিয়া। পরবর্তী শুনানি হবে ৫ নভেম্বর। ৫৮ দিনের মাথায় সিবিআই তদন্তের প্রাথমিক চার্চশিট জমা দিলেও বিচার এখনও শুরু করতে পারেনি সিবিআই। তাই তদন্ত প্রক্রিয়ায় ঢিলেমি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর নিতে চলেছেন। তাই ইতিমধ্যে আশঙ্কা তৈরি হয়েছে মামলা পিছিয়ে যাওয়া নিয়ে। এই অবস্থায় আন্দোলনের ধারাকে আরও ব্যাপক করতে চায় জেপিডি, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সহ আন্দোলনে যুক্ত প্রত্যেকটি সংগঠন।
Droher Alo RG KAR
ন্যায়বিচারের দাবিতে আজ রাজ্যে জ্বলবে দ্রোহের আলো
×
Comments :0