DHARMATALA ANASHAN

জনতার ঢল অনশন মঞ্চে, দেখুন সরাসরি

রাজ্য কলকাতা

বুধবার ধর্মতলায় অনশন মঞ্চে।

জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে জনতার ঢল। এসেছেন সিনিয়র ডাক্তাররা। তাঁদের অঅনেকে বলছেন, আপনারা কিছু করুন। এই দৃশ্য মর্মান্তিক। 
ধর্মতলায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৭ সদস্য বসেছেন অনশনে। দশ দফা দাবি সরকারের কাছে পেশ করেছেন। অনশনের ৫ দিন কেটে গেলেও তৃণমূল কংগ্রেস সরকার বিন্দুমাত্র আলোচনার উদ্যোগ নিতে নারাজ
আর জি কর হাসপাতালে ধর্ষণ হত্যায় প্রতিবাদ অদম্য তেকেছে। মুখ্যমন্ত্রী প্রতিবাদ আড়াল করতে বলেছিলেন উৎসবে ফিরুন। শারদোৎসবের ষষ্ঠীর দিনও ধর্মতলায় দেখা গিয়েছে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে ভুলছেন না তাঁরা।
অনশন আন্দোলনের ব্যপ্তি আরও ছড়িয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও দুই জুনয়র চিকিৎসক বসেছেন অনশনে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ বা বাঁকুড়া মেডিক্যাল কলেজেও সংহতি জানিয়ে অনশনে বসছেন জুনিয়র ডাক্তাররা। 
আর জি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক ইস্তফা দিয়েছেন। তাতেও টনক নড়েনি সরকারে। অনশন মঞ্চে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এ প্রসঙ্গে বলেছেন, ‘‘রাজ্য সরকার চায় স্বাস্থ্য ক্ষেত্রেই বেসরকারিকরণ। তার জন্যই সরকারি স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতিকে এভাবে মদত দেওয়া হচ্ছে। ইস্তফা নিয়ে স্বাস্থ্য দপ্তর চিন্তিত নয়। টাকা দিয়ে পাশ করানো কয়েকজনকে বসিয়ে দেওয়া হবে। আর সরকার চাইছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলি টাকা পাক। তার জন্যই আলোচনার উদ্যোগও নেই।’’

Comments :0

Login to leave a comment