Probandha — BASAB BASAK / MUKTADHARA

প্রবন্ধ — বোলসোনারো থেকে মোদি কর্পোরেটদের জন্য লঘু করেন পরিবেশ আইন/ মুক্তধারা

সাহিত্যের পাতা

Probandha  BASAB BASAK  MUKTADHARA

প্রবন্ধ

বোলসোনারো থেকে মোদি
কর্পোরেটদের জন্য লঘু করেন পরিবেশ আইন
বাসব বসাক

আমাদের স্বার্থেই বাঁচাতে হবে জীববৈচিত্র। সেই কাজটা কিন্তু প্রথম শুরু হয়েছিল সমাজতান্ত্রিক রাশিয়ায়। সাবেক সোভিয়েত দেশ ১৯৬১-৬২ তে তৈরি করেছিল বিপন্ন প্রাণীদের তালিকা - যা কিনা রেড ডাটা বুক অব রাশিয়ান  
ফেডারেশন নামে পরিচিতি লাভ করে। কার্যত সমাজতান্ত্রিক রাশিয়ার প্রেরণাতেই পরবর্তী কালে রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অব নেচার এ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। দেশে দেশে বন্যপ্রাণ  
রক্ষায় তৈরি হয় নানান আইন। তৈরি হয় বিপন্নতার মাত্রার নিরীখে নানা উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নথিভূক্তিকরণ। ধুম পড়ে যায় সংরক্ষণের। এই মুহূর্তে পৃথিবীর প্রায় ১৫ শতাংশ ভূমি ও ৭ শতাংশ সমুদ্র সংরক্ষণের আওতায়। রাষ্ট্রসঙ্ঘের  
কনভেনশন অন বায়োডায়ভার্সিটির লক্ষমাত্রা অনুযায়ী অন্তত ১৭ শতাংশ জমি আর ১০ শতাংশ সমুদ্রকে আনা দরকার সংরক্ষণের আওতায়।

 কি করতে হবে, কি করা উচিৎ এ নিয়ে যত আলোচনা হয়, কি ভাবে করতে হবে সেই  
আলোচনা কিন্তু সেই ভাবে হয় না। সবুজ উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন ইত্যাকার গালভরা কথার কচকচিই শুধু হয়ে চলে সম্মেলনের পর সম্মেলনে। অন্যদিকে অবাধ গতিতে চলতে থাকে প্রাকৃতিক সম্পদের কর্পোরেট লুন্ঠন। ব্রাজিলের  
বোলসোনারো থেকে ভারতের মোদি - দেশে দেশে সরকারগুলো কর্পোরেটদের স্বার্থে ক্রমাগত লঘু ক'রে চলেন পরিবেশ আইন। কিন্তু জল-জমি- খনি-জঙ্গলের বেসরকারিকরণ রুখতে না পারলে কিছুতেই বাঁচানো যাবে না জীববৈচিত্র,  
প্রকৃতিকে দেওয়া যাবে না সব প্রজাতিকে ধারন করার মতো প্রয়োজনীয় পরিসরটুকু। তাই এই মুহূর্তে যা চাই তা হ'ল, স্লোভানিয়ার মার্কসীয় চিন্তাবিদ স্লাভোই জিজেকের ভাষায়, 'বাজারের বোঝাপড়ার নিয়ামকগুলির বাইরে বিশ্বজুড়ে  
গড়ে তোলা দরকার উৎপাদন ও বন্টনের এক সুষম সমন্বয় । একমাত্র তাহলেই বাঁচতে পারে প্রকৃতি ও তার বিপুল বৈচিত্রময় জীবজগৎ।

 

Comments :0

Login to leave a comment