Probandha — PLASTIC POLLUTION / MUKTADHARA

প্রবন্ধ — বাসব বসাক / মুক্তধারা

সাহিত্যের পাতা

Probandha    PLASTIC POLLUTION   MUKTADHARA

মুক্তধারা

প্রবন্ধ

মানুষের শরীরে বিষ ছড়াচ্ছে প্লাস্টিক-কণা 
বাসব বসাক

শুধু সমুদ্রই নয়, কৃষিজমি থেকে জলসেচ, এমনকি পানীয় জল পর্যন্ত আজ প্ল্যাস্টিক দূষণের কবলে। ২০১৭র সেপ্টেম্বরে আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কাম্পালা, দিল্লি, জাকার্তা, ইউরোপের সাতটি ও মার্কিন মুলুকের একাধিক শহর থেকে মোট ১২৯টি কলের জলের নমুনা পরীক্ষা করে ৮৩ শতাংশ নমুনাতেই ৫ মিলিমিটারের কম ব্যস যুক্ত প্ল্যাস্টিকের অতিক্ষুদ্র আণুবীক্ষণিক তন্তু বা মাইক্রোপ্লাস্টিক চিপসের অস্তিত্বের প্রমাণ পান। ২০১৯ এ এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যন্ড টেকনোলজি নামক জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে বছরে ৩৯০০০ থেকে ৫২০০০ মাইক্রোপ্লাস্টিক কণা বিভিন্ন খাদ্য এবং লিপবাম বা লিপস্টিকের মত প্রসাধনী সামগ্রীর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। প্রশ্বাসের সঙ্গে ঢুকে পড়া প্লাস্টিক কণাকে হিসাবে ধরলে পরিমানটা দাঁড়াবে ৭৪০০০ থেকে ১২১০০০।

 ২০২১-এ আমেরিকার ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের এক রিপোর্টে উদ্বেগ জানিয়ে লেখা হয়েছে কৃষিক্ষেত্রে যে ভাবে প্লাস্টিক দূষণ ঘটে চলেছে তার মাত্রা সমুদ্র দূষণের থেকেও অনেকাংশে বেশি এবং তা রীতিমত আশঙ্কা জনক। ওই সংস্থার সহ উপনির্দেশক মারিয়া হেলেনা সেমেডো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “আমাদের খাদ্য শৃঙ্খলে জমে ওঠা মাইক্রোপ্লাস্টিক খাদ্য নিশ্চয়তা, খাদ্য নিরাপত্তা ও আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে চলেছে’। এই মাইক্রোপ্লাস্টিকই আজ সব থেকে চিন্তার কারন। দেহে অপর্যাপ্ত মাইক্রোপ্লাস্টিক জমে ওঠার কারনে প্রানীদের আচরণগত সমস্য থেকে শ্বাসকষ্ট এমন কি জিনগত মারাত্মক ত্রুটির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচির ২০২১ সালের এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ‘এই মাইক্রোপ্লাস্টিক মানুষের স্বাস্থ্যের গুরুতর সমস্যার কারন, মস্তিষ্কের বিকাশ, জিনগত অভিব্যক্তি এবং শ্বসন হারের বদল ইত্যাদি প্রশ্নে বিশেষত মহিলাদের ক্ষেত্রে এর অভিঘাত মারাত্মক’। মনে রাখা ভাল বিভিন্ন প্লাস্টিকে প্রায় ১৩০০ রকম রাসায়ণিক থাকে যার বড় অংশই অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের দহনে নির্গত ফিউরান গ্যাসও ভীষণ ক্ষতিকর। 

Comments :0

Login to leave a comment