QUIZ — NATUNPATA / 6 JULU ANS.

বলতে পারো — অমল কর / নতুনপাতা — সমাধান ৬ জুলাই

ছোটদের বিভাগ

QUIZ  NATUNPATA  6 JULU  ANS

বলতে পারো  

অমল কর

সমাধান ৬ জুলাই


জিজ্ঞাসা
১) ঈশপ'স (Esope) ফেবলস্ -এ মোট কতগুলো গল্প আছে?
২) মহাভারতে বর্ণিত ভীম-এর শঙ্খের 
নাম কি?
৩)কোন্ ছদ্মনামে কোন্ ভাষায় মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র-র 'নীলদর্পণ' নাটক অনুবাদ করেন?
৪) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি কবে?
৫)কবে প্রথমবার মোহনবাগান ক্লাব
আইএফএ শিল্ড জেতে? কে ছিলেন 
অধিনায়ক ?
৬) উরুগুয়েতে অনুষ্ঠেয় প্রথম বিশ্বকাপ ফুটবলে ১৪/০৭/১৯৩০ তারিখে কতজন
দর্শক ছিল?


 

সমাধান
১) ঈশপ'স ফেবলস্ -এ মোট ১৫০টি
গল্প আছে।
২) মহাভারতে বর্ণিত ভীম-এর শঙ্খের
নাম 'পৌণ্ড্র'।
৩) মাইকেল মধুসূদন দত্ত 'কস্যচিৎ
পথিকস্য' ছদ্মনামে দীনবন্ধু মিত্র -র
'নীলদর্পণ ' নাটক ইংরেজিতে অনুবাদ করেন।
৪)৮ ই জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব
সবচেয়ে বেশি থাকে।একে বলা হয় অপসূর অবস্থান।
দূরত্ব ১৬,২০,৯৮,২০০ কিমি।
৫) মোহনবাগান ক্লাব প্রথম আইএফএ 
শিল্ড জেতে ২৯/০৭/১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে হারিয়ে ।
অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ি।
৬) প্রথম বিশ্বকাপ ফুটবলে (উরুগুয়ে)
১৪/০৭/১৯৩০ তারিখে দর্শকসংখ্যা ছিল মাত্র ৩০০ জন।।

Comments :0

Login to leave a comment