QUZEE ANS- 3 AUGUST / NatunPata — AML KAR

বলতে পারো — অমল কর / সমাধান - ৩ আগস্ট

ছোটদের বিভাগ

QUZEE ANS- 3 AUGUST  NatunPata  AML KAR

বলতে পারো

সমাধান - ৩ আগস্ট   

অমল কর


জিজ্ঞাসা :
১)চিনদেশে রবীন্দ্রনাথ ঠাকুর কোন্
নামে পরিচিত?
২) রবীন্দ্রনাথ-এর প্রথম কাব্যগ্ৰন্থ,
প্রথম গীতিনাট্য,প্রথম গদ্যগ্ৰন্থ,
প্রথম উপন্যাস ও প্রথম প্রবন্ধগ্ৰন্থ
কোনগুলো?
৩) রবীন্দ্রনাথ -এর শ্রেষ্ঠ কাব্যসংকলন
কোনটি ?
৪) রবীন্দ্রনাথ সম্পাদিত ৪টি পত্রিকার
নাম বলো।
৫) রবীন্দ্রনাথ -এর সর্বশেষ গদ্যরচনা
কোনটি?
৬) রবীন্দ্রনাথ -এর মৃত্যুর পর
তাঁর কোন্ গ্ৰন্থ প্রকাশিত হয়?

সমাধান :
১) রবীন্দ্রনাথ ঠাকুর চিনদেশে
'চু তেন তান' নামে পরিচিত?
২) রবীন্দ্রনাথ -এর প্রথম কাব্যগ্ৰন্থ
'কবি কাহিনী' (১৮৭৮), প্রথম গীতিনাট্য
'বাল্মীকি প্রতিভা'(১৮৮১), প্রথম গদ্যগ্ৰন্থ
'য়্যুরুপ প্রবাসীর পত্র' (১৮৮১), প্রথম
উপন্যাস 'বৌ ঠাকুরাণীর হাট' (১৮৮৩)
এবং প্রথম প্রবন্ধগ্ৰন্থ 'বিবিধ প্রসঙ্গ'
১৮৮৩)‌।
৩) 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ -এর
শ্রেষ্ঠ কাব্য সংকলন।
৪) রবীন্দ্রনাথ সাধনা, ভারতী,
বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, ইত্যাদি
পত্রিকা সম্পাদনা করেন।
৫)  সভ্যতার স্ংকট রবীন্দ্রনাথ-এর
     শেষ গদ্যরচনা ।
৬) রবীন্দ্রনাথ -এর মৃত্যুর পর 
প্রকাশিত হয় শেষ লেখা(১৯৪১)
ও ছড়া(১৯৪১)।

Comments :0

Login to leave a comment