RSS

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত আরএসএসের

জাতীয়

সরকারি কর্মচারিরা আরএসএসের কোন কর্মকান্ডের সাথে যুক্ত থাকতে পারবে না এই নির্দেশিকা রবিবার বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। নিজেদের রাজনৈতিক শাখা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা শোনা গেলো আরএসএসের মুখে।

সোমবার সঙ্ঘের পক্ষ মুখপাত্র সুনীল আম্বেকার বিবৃতি দিয়ে বলেছেন সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের গনতান্ত্রিক ব্যবস্থার উন্নতি হবে। উল্লেখ্য নরেন্দ্র মোদীর সরকারের আমলে লক্ষ করা গিয়েছে যে আরএসএসের সাথে যুক্ত ছিলেন এমন অনেক ব্যাক্তি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্বে রয়েছেন। আরএসএসের দাবি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাদের নিষিদ্ধ করা হয়েছিল।

গান্ধী হত্যার পর ১৯৪৮ সালে আরএসএসকে নিষিদ্ধ করা হয়। তারপর নিজেদের রাজনৈতিক সংগঠন হিসাবে বিজেপিকে ব্যবহার করে তারা।  

Comments :0

Login to leave a comment