RAHUL CAMPAIGN HARYANA

আম্বানির হাজার কোটির বিয়ে হরিয়ানায় রাহুলের প্রচারে

জাতীয়

দেশে জনা পঁচিশেক নাগরিক রয়েছেন যাঁরা বাড়ির বিয়েতে হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারেন। আর বাকি নাগরিক, কৃষক থেকে শ্রমজীবী, বাড়ির বিয়ের জন্য তাঁদের ধার নিতে হয়।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে এই সুরে আক্রমণ করেই হরিয়ানায় শেষবেলার প্রচার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ৫ তারিখে ভোট হরিয়ানায়। ১ অক্টোবর, মঙ্গলবার রাজ্যে একাধিক জনসভা করলেন লোকসভার বিরোধী দলনেতা।
কংগ্রেসের সোশাল মিডিয়া প্রচারে এদিন পোস্ট করা হয়েছে ভিডিও, যেখানে রাহুল ও দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা যাচ্ছে ভূপিন্দর সিং হুদা এবং কুমারী শৈলজাকে। ভূপিন্দর সিং হুদার সঙ্গে দূরত্বের কারণে প্রচারে শৈলজার অংশ না নেওয়ার খবর গত কয়েকদিন প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।
রাহুল প্রচারে মোদীর আদানি-আম্বানির মতো সম্পদশালীদের প্রতি পক্ষপাত এবং কৃষকদের বঞ্চনার মতো বিষয়ে জোর দিয়েছেন বেশি। তিনি বলেছেন, ‘‘হরিয়ানয় কংগ্রেসের ইশ্‌তেহারে যা বলা হয়েছে তার মূল কথা হলো বিজেপি এবং মোদী খরচ করে আদানি-আম্বানি গোষ্ঠীর মালিকদের জন্য। কংগ্রেস সেই টাকাই কাজে লাগাবে গরিব এবং সাধারণ নাগরিককে সুবিধা দিতে।’’
রাজ্যে ১২০০ টাকার সিলিন্ডার ৫০০ টাকায়, মহিলাদের ২ হাজার টাকা করে অনুদানের মতো প্রতিশ্রুতি ঘোষণা করেছে কংগ্রেস। 
সোনিপতে সরাসরি মুকেশ আম্বানির বাড়ির বিয়ে ঘিরে বিপুল জাঁকজমককে প্রচারে হাতিয়ার করেছেন রাহুল। তিনি বলেছেন, ‘‘এই টাকা আসলে কার? এই টাকা আপনাদের। অথচ আপনারা ছেলেমেয়ের বিয়ে দেন ধার করে। নরেন্দ্র মোদী এমন জনা পঁচিশেককে তৈরি করেছেন যাঁরা বাড়ির বিয়েতে হাজার কোটি টাকা খরচ করতে পারে।’’

Comments :0

Login to leave a comment