WEATHER

রবি-সোম বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

রাজ্য

রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সোমবার। ওই দিন ২০ মে রাজ্যে পঞ্চম দফার ভোটও রয়েছে। 
আলিপুরে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র জানাচ্ছে, ১৯ তারিখ, রবিবারই উত্তর এবং দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, দার্জিলিঙ, দুই দিনাজপুর এবং মালদহেও। 
সোমবার ভোট রয়েছে হুগলী জেলার আরামবাগ, শ্রীরামপুর এবং হুগলী কেন্দ্রে। উত্তর ২৪ পরগনার বারাকপুর ও বনগাঁতেও ভোট ওই দিনই। হাওড়া জেলায় হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। 
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার ঝড়বৃষ্টি হবে হাওড়া, হুগলী ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। সঙ্গে জোরালো হাওয়া বইবে বলেও পূর্বাভাস আলিপুরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের।   
শনিবার, ১৮ মে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার জন্য তাপপ্রবাহ বা বৃষ্টিপাতের সতর্কতা নেই। সতর্কতার বাইরে রয়েছে নদীয়া, হুগলী, দুই ২৪ পরগনা, হুগলী, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর।
তবে শনিবার উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে।

Comments :0

Login to leave a comment