খুন এবং ধর্ষণের মতো অপরাধে জেলবন্দি রাম রহিমকে ফের দেওয়া হতে পারে প্যারোল। হরিয়ানার নির্বাচনে এই ধর্মীয় প্রচারককে ফের প্রচারে নামাতে পারে বিজেপি। মঙ্গলবার এই সম্ভাবনায় তীব্র আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে কংগ্রেস।
রাম রহিম এখন জেলে দুই অনুগামীকে ধর্ষণ করার অপরাধে। এর আগে এক সাংবাদিককে হত্যার দায়ে তিন সহযোগী সহ তাঁর জেলের সাজা হয়েছিল। রাম রহিম এখন বন্দি হরিয়ানারই রোহতকের একটি জেলে। রাজ্যের সরকারে দশ বছর ধরে আসীন বিজেপি। তবে এবারের নির্বাচনে সঙ্কটে দল।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রশ্নের মুখে রাম রহিমকে প্যারোলের সম্ভাবনা খারিজ করেননি। বরং তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।
পাঞ্জাব এবং হরিয়ানায় রাম রহিমের ডেরা সাচ্চা সৌদার অনুগামীর সংখ্যা কম নয়। বারবার ভোটের আগেই প্যারোলে মুক্তিও পেয়েছেন তিনি। হরিয়ানার এই নির্বাচন পর্বেই ২১ দিনের প্যারোল পেয়েছেন। লোকসভা নির্বাচনের আগে পেয়েছেন ৫০ দিনের প্যারোল। পাঁচ বছর আগে হরিয়ানা বিধানসভার নির্বাচনেও ৪০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। রাম রহিমের প্যারোলে মুক্তির ব্যবস্থা করায় কারা আধিকারিক সুনীল সাঙ্গোয়ানকেও দাদরি কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি।
রাম রহিমের প্যারোলের সম্ভাবনায় আপত্তি জানিয়েছেন সেই সাংবাদিকের পুত্র, যাঁকে হত্যার দায়ে জেল খাটেন ডেরা সাচ্চা সৌদার প্রধান।
RAM RAHIM PAROLE
অপরাধী রাম রহিমকে প্যারোল? কমিশনে চিঠি কংগ্রেসের
×
Comments :0