North Bengal Medical College

চিকিৎসকদের দাবিকে সমর্থন রাইট টু এডুকেশন ফোরামের

রাজ্য জেলা

শুক্রবার সকালে শিলিগুড়ির রাইট টু এডুকেশন ফোরাম পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আমরণ অনশনরত চিকিৎসকদের প্রতি সহমর্মিতা ও তাঁদের দাবির প্রতি দৃঢ় সমর্থন জানাতে উপস্থিত হন - ড: তাপস চট্টোপাধ্যায়, ড: শেষাদ্রী বসু, ফজলুর রহমান, ড: মলয় করঞ্জাই, ড: গোপাল দে, তাপস সরকার প্রমুখ নেতৃবৃন্দ। অনশন ও আন্দোলনরত ডাক্তারদের ঐতিহাসিক সংগ্রামকে রক্তিম অভিনন্দন জানিয়ে তাঁদের হাতে সন্মানপত্র তুলে দেওয়া হয়েছে। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাতজন জুনিয়র ডাক্তার। একই দাবিতে আমরণ অনশনে বসেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই জুনিয়র চিকিৎসক সৌভিক ব্যানার্জি এবং অলোক কুমার ভার্মা। যতদিন না দাবি পূরণ হচ্ছে ততদিন এই অনশন চলবে বলে জানান তাঁরা। শুক্রবার ছয়দিন পড়ল উত্তরবঙ্গ মেডিকেলের অনশন আন্দোলন।

অনশনকারী জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়ে 

প্রতীকী অনশন চালিয়ে যাচ্ছেন রাজ্যের একাধিক হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের উল্টো দিকে মঞ্চ তৈরি করে আমরণ অনশনে বসেন ২ জুনিয়র চিকিৎসক। যতদিন না তাদের ১০ দফা দাবি পূরণ হচ্ছে ততদিন এই অনশন চলবে বলে জানান তাঁরা।

এদিন রাইট টু এডুকেশন ফোরাম, দার্জিলিং জেলার পক্ষ থেকে। এদিন তাপস সরকার ও ফজলুর রহমান সহ কিছু সদস্য দিনভর প্রতীকি অনশনে সামিল হয়েছেন।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত ছাত্র চিকিৎসক অলোক কুমার ভার্মার বাড়ি উত্তরপ্রদেশে। জানা গেছে উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারকে ছেলেকে অনশন তুলে নেওয়ার জন্য চাপ দেয়।

Comments :0

Login to leave a comment